'আর্জেন্টিনার কোচের জন্য মেসিকেই বলা উচিত'
জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর কোচ খুঁজে ভালোই হয়রান হতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে। এর মধ্যে ফেডারেশনের আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উঠে আসায় দেশটির ফুটবল প্রশাসন একরকম অস্থির সময়ই পার করছে। ঘটনা তদন্তে আর্জেন্টিনার সরকারের সাথে হস্তক্ষেপ করছে ফিফাও। এমন প্রেক্ষিতে কোচ নিয়োগের প্রক্রিয়াতে তৈরি হয়েছে অচলাবস্থা। খন্ডকালীন হিসেবে ক্লাবের কোনো কোচকে নিয়োগের কথা ভাবা হলেও চূড়ান্ত হচ্ছে না কিছুই। তবে দেশটির সাবেক ফুটবলার হুয়ান রোমান রিকুয়েলমের প্রস্তাব, এ অচলাবস্থা নিরসনে মেসির সাহায্য নেয়া হোক।
টানা দ্বিতীয় কোপা আমেরিকা ফাইনালে হারের পর আর্জেন্টিনার ফুটবলে তৈরি হওয়াটা হতাশা মেসিকে দিয়েই কাটানো সম্ভব বলে মনে করেন রিকুয়েলমে, “আমার বিনীত মতামত, কোচের ব্যাপারে তাঁরা যেন মেসির পরামর্শ চায়। মেসিসহ বাকিদের নিয়ে সেই কোচ দল হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ করবেন। তাঁর (মেসি) সন্তুষ্টিটা গুরুত্বপূর্ণ, কারণ সে-ই কেবল আমাদের জয়ের পথ দেখাতে পারে।”
মেসিকে কেন্দ্র করে জাতীয় দলের পুনর্গঠন চান অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক, “কোচ তাঁর পরামর্শ নিয়েই দল সাজাতে পারেন। তাঁর এখানে স্বাচ্ছন্দ্যবোধ করাটা জরুরী। সে এখানে যতো বেশী স্বাচ্ছন্দ্যে থাকবে, ততোই দলের জন্য মঙ্গল। এসব শুনতে সবার ভালো না-ও লাগতে পারে। কিন্তু বিশ্বসেরা খেলোয়াড়টি যখন আপনার দলে থাকবে, তাঁর এতোটুকু যত্ন তো আপনাকে নিতেই হবে।”
টানা তিন ফাইনালের ব্যর্থতায় মেসিকে কাঠগড়ায় তোলারও কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না রিকুয়েলমে। তিনি আশা করছেন আর্জেন্টাইনরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মেসিকে জাতীয় দলে ফিরে আসার অনুরোধ জানাবেন।