• " />

     

    পুসকাসজয়ী সেই লিরার অবসর!

    পুসকাসজয়ী সেই লিরার অবসর!    

    ওয়েন্ডেল লিরার কথা মনে আছে? ২০১৫ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছিলেন যিনি? মেসি, তেভেজদের হারিয়ে শ্রেষ্ঠ গোলের পুরস্কারটা নিজের দখলে নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। গোয়েনেসিয়ার হয়ে বাইসাইকেল কিকে করা এক গোলই অখ্যাত এই ফুটবলারকে এনে দিয়েছিল খ্যাতি।

    এরপর মাত্র ৬ মাসের মাথায়ই আবারও হই চই ফেলে দিয়েছেন এই ফুটবলার! এবার ফুটবল ছেড়ে!

    মাত্র ২৮ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলেছেন লিরা। এর পেছনে অবশ্য ইনজুরির হাতও রয়েছে। এমন ঘটনা তো ফুটবলে নতুন নয়! বরং ওর চেয়ে আরও কম বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছেন অনেকেই। তাহলে আবারও শিরোনামে আসলেন কেন এই ব্রাজিলিয়ান? 

     



    ইনজুরিই আসল কারণ নয়, বরং ফিফা খেলার জন্যই নাকি ফুটবলকে বিদায় বলেছেন লিরা! ভুল পড়েন নি! ফিফা মানে ইএ স্পোর্টসের ফিফা গেমটির কথাই বলা হচ্ছে। ফুটবলারের চেয়ে নিজের গেমার পরিচয়টা বোধ হয় বেশি  উপভোগ করেন লিরা! হুট করে কাজের চাপে গেম খেলার ফুরসত না মেলায় রাগেই এই সিদ্ধান্ত নিয়ে বসেছেন লিরা- এমনটিও ভাবার কোনো কারণ নেই! লিরা নিজেই জানাচ্ছেন "আমি ১৫ বছর ফুটবলে কাটিয়েছি। হাসি-কান্না সবই পেয়েছি ফুটবলের কাছ থেকে। অনেক বোড় তারকার সাথেও খেলার সুযোগ হয়েছে আমার। কিন্তু আমার সবসময়ই বড় মাপের একজন গেমার হওয়ার ইচ্ছে ছিল। এই স্বপ্নটা সবসময়ই আমার সাথে ছিল।"

    শুধু গেম খেলেই নয়, ইউটিউবে নিজের একটি চ্যানেলও খুলবেন বলে জানিয়েছেন লিরা। সেখান থেকে উঠতি সব গেমারদের জন্য ভিডিও টিউটোরিয়ালের ব্যবস্থাও থাকবে। ফিফাপ্রেমী গেমারদের সাহায্য করা ছাড়াও লিরার মূল লক্ষ্য আসলে ফিফা ইন্টারঅ্যাকটিভ গেমিং কম্পিটিশনের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া!

    ফুটবল ছেড়ে আসলেন যে কারণে সে লক্ষ্য পূরণ করতে পারবেন আদৌ? এমন সন্দেহের প্রশ্ন যদি ঘুরপাক খায় আপনার মনে, তবে জেনে রাখুন, ফিফা ইন্টারঅ্যাকটিভের বিশ্বজয়ী আন্দুল আজিজ আলশেহরিকে ৬-১ গোলে হারানোর রেকর্ড আছে এই ওয়েন্ডেল লিরার!      

    ফিফা নিয়ে পাগলামির গল্পগুলো কম-বেশি আমাদের সবারই জানা। তবে এর চেয়ে ফিফার জন্য এর চেয়ে বড় ঘটনা বোধ হয় আর একটিও নেই!