• " />

     

    জাতীয় দলের পর শোয়েইনির ক্লাব থেকেও বিদায়?

    জাতীয় দলের পর শোয়েইনির ক্লাব থেকেও বিদায়?    

    বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছিল দুই বছর আগে। এরপর একটা ট্রফির জন্যই তীর্থের কাকের মতো অপেক্ষা ছিল। ইউরোতে সুযোগও মিলেছিল সেই আক্ষেপ ঘোচানোর। কিন্তু বাস্তিয়ান শোয়েনস্টাইগার সেটি পারেননি। এই অতৃপ্তি নিয়েই এবার জার্মানিকে বিদায় বলে দিয়েছেন। তার চেয়েও বড় প্রশ্ন, দেশের পর এবার কি ক্লাব থেকেও বিদায় নিচ্ছেন শোয়েনস্টাইগার?

     

    নিজের ফেসবুক পেজে আজ শোয়েনস্টাইগার নিশ্চিত করেছেন, জার্মানির হয়ে আর দেখা যাবে না তাঁকে, "'নিজেই আমি লো-কে (কোচ জোয়াকিম) বলেছি আমাকে যেন জাতীয় দলের জন্য আর বিবেচনা করা না হয়। আমি ভক্ত, দল, জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন ও কোচদের ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে ১২০টি ম্যাচ খেলেছি। অনেক অবিশ্বাস্য ও দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি।"

    ইউরোতে এবার খুব একটা খেলার সুযোগ পাননি, প্রথম একাদশেও জায়গা হয়নি। কিন্তু দেশের হয়ে একটা গৌরবের সাক্ষী হতে চেয়েছিলেন। শোয়েইনি নিজেই নিশ্চিত করেছেন, "লো জানতেন এবারের ইউরো আমার কাছে কতটা প্রার্থিত ছিল। সেই ১৯৯৬ সাল থেকে তো এটা জেতা হয়নি আমাদের। কিন্তু সেটা এবারও হলো না। এই বাস্তবতা মেনে নিতে হবে। ২০১৮ বিশ্বকাপের জন্য আমি দলকে শুভকামনা জানাচ্ছি।’

    কিন্তু এখন তার চেয়েও বড় প্রশ্ন, শোয়েনস্টাইগারকে কি ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বিদায় নিতে হচ্ছে? ডেইলি মেইল জানাচ্ছেন, ৩১ বছর বয়সী জার্মান মিডফিল্ডারকে দলে রাখার ব্যাপারে নাকি উৎসাহী নন নতুন কোচ হোসে মরিনহো। চাইলে শোয়েইনি নতুন দল খুঁজতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন। বিবিসি জানাচ্ছে, আজ ইউনাইটেডে পুরো দল থেকে দূরে একা একা অনুশীলন করছেন শোয়েইনি। চীনে ইউনাইটেডের প্রাক মৌসুম দলেও মরিনহো তাঁকে নেননি। গুঞ্জনের পালে সেটি আরও জোর হাওয়া দিচ্ছে।