এক ম্যাচে ১,০৫,৮২৬!
রোনালদো নেই, নেই গ্যারেথ বেল আর করিম বেনজেমাও। মিশিগান স্টেডিয়ামের গ্যালারিতে অবশ্য তাতে ভাটা পড়লো সামান্যই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল মাদ্রিদ আর চেলসির ম্যাচটি গ্যালারিতে বসে দেখলেন লক্ষাধিক দর্শক। সমর্থকদের হতাশ করে নি রিয়াল মাদ্রিদ, ফিরেছে ৩-২ ব্যবধানের জয় নিয়েই।
গতকালের এই ম্যাচটিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ১ লক্ষ ৫ হাজার ৮২৬ জন দর্শক। কোনো ফুটবল ম্যাচে সবচেয়ে বেশী দর্শক উপস্থিতির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এটি। সর্বোচ্চ রেকর্ডটার মালিকও অ্যান আর্বরের এই স্টেডিয়ামটিই। এই মাঠে দুই বছর আগে একই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটিতে দর্শক উপস্থিতি ছিল ১ লক্ষ ৯ হাজার ৩১৮ জন।
বিবিসি’র অনুপস্থিতিতে লস ব্ল্যাংকোদের হয়ে গোল করার দায়িত্বটা কাঁধে তুলে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। খেলার ১৯ ও ২৬ মিনিটে তাঁর জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান মারিয়ানো ডায়াজ। খেলার শেষভাগে ৮০ ও ৯০ মিনিটে চেলসির হয়ে দু’ গোল পরিশোধ করেন এডেন হ্যাজার্ড।