উন্নতি নিয়ে শংকায় আল আমিন
জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে অবস্থানরত আল-আমিন নানা বিষয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন। কথা প্রসঙ্গেই জানান আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা নিয়ে আক্ষেপের কথা, "গত বিশ্বকাপের পর থেকে আমাদের কোনো খেলা নেই, কষ্ট তো হয়ই। অন্য সব দল খেলছে। পেস বোলিং বলেন আর দলগত পারফরম্যান্সই বলেন, আমরা যে উন্নতিটুকু করেছিলাম সেটা এতো লম্বা সময় খেলার বাইরে থাকার কারণে আগের মতো থাকবে কিনা সন্দেহ হয়।"
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া জিম্বাবুয়ে দলও ওই টুর্নামেন্টের পর ভারতের সাথে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের সাথে খেলছে টেস্ট সিরিজ। এসব দেখে নিজেদের আরও দুর্ভাগা মনে হয় কিনা, এমন প্রশ্নে হ্যাঁ-সূচক জবাবই দিচ্ছেন ২৬ বছর বয়সী পেসার, "অবশ্যই। ওঁদের এখন যে অবস্থা তাতে তাঁদের বলেকয়েই হারাতে পারি। অথচ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, পাকিস্তান, দ. আফ্রিকার মতো দলগুলোর সাথে এতো ভালো খেলার পরও আমাদের এতো লম্বা সময় বসে থাকতে হচ্ছে। এটা মেনে নেয়া কঠিনই।"