• " />

     

    ইডেনকে লর্ডস বানাতে চান সৌরভ

    ইডেনকে লর্ডস বানাতে চান সৌরভ    
    ক্রিকেটারমাত্রই লর্ডসের প্রতি অনুরাগ স্বাভাবিক। আর সেখানে সৌরভ গাঙ্গুলির তো ক্রিকেটতীর্থে আছে একাধিক সুখস্মৃতি। কুড়ি বছর আগে তাঁর টেস্ট অভিষেকই যে হয়েছিল এ মাঠে, প্রথম ইনিংসে শতক তুলে নিয়ে যেটা আক্ষরিক অর্থেই স্মরণীয় করে রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক। লর্ডস তাঁকে এরপর মনে রাখার মতো আরও একাধিক উপলক্ষই দিয়েছে। সেটার প্রতিদান হিসেবেই কিনা, তাঁর ঘরের মাঠ ইডেন গার্ডেনে লর্ডসের খানিক আমেজ আনতে চাইছে গাঙ্গুলি। সে প্রচেষ্টার অংশ হিসেবে লর্ডসের আদলে ইডেনে বসতে যাচ্ছে বিশেষ ঘন্টা।
     

     

    'দ্য ফাইভ মিনিট বেল' নামে পরিচিত লর্ডসের ঐতিহ্যবাহী ঘন্টাটি এ মাঠে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোর প্রতিদিনের খেলা শুরুর আগে বাজানো হয়ে থাকে। ২০০৭ সালে স্থাপিত এই ঘন্টা বাজানোর আমন্ত্রণ পাওয়াটা বিশেষ সম্মাননা হিসেবেই দেখা হয়। সাধারণত সাবেক তারকা ক্রিকেটাররা পান এ দায়িত্ব। এখনও পর্যন্ত একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ সম্মান পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
     

    ২০১৪ সালে এ সম্মান পাওয়া সৌরভ গাঙ্গুলি চাইছেন কলকাতার ইডেন গার্ডেনেও সংস্কৃতিটা শুরু করতে। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে এ প্রস্তাব অনুমোদনও করিয়ে নিয়েছেন গাঙ্গুলি, "লর্ডসের মতোই এখানে টেস্ট ম্যাচগুলোর প্রতিদিনের খেলার শুরুতে ঘন্টাটা বাজানো হবে। প্রতিপক্ষ দুই দলের কোনো খেলোয়াড় বা সাবেক কোনো খেলোয়াড়কে এ জন্য আমন্ত্রণ জানানো হবে।"
     

    গাঙ্গুলি জানাচ্ছেন সব ঠিক থাকলে আগামী মাসের ভারত-নিউজিল্যান্ড টেস্টেই দিনের খেলা শুরুর সংকেত দেবে এই ঘন্টা।