ইডেনকে লর্ডস বানাতে চান সৌরভ
'দ্য ফাইভ মিনিট বেল' নামে পরিচিত লর্ডসের ঐতিহ্যবাহী ঘন্টাটি এ মাঠে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোর প্রতিদিনের খেলা শুরুর আগে বাজানো হয়ে থাকে। ২০০৭ সালে স্থাপিত এই ঘন্টা বাজানোর আমন্ত্রণ পাওয়াটা বিশেষ সম্মাননা হিসেবেই দেখা হয়। সাধারণত সাবেক তারকা ক্রিকেটাররা পান এ দায়িত্ব। এখনও পর্যন্ত একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এ সম্মান পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
২০১৪ সালে এ সম্মান পাওয়া সৌরভ গাঙ্গুলি চাইছেন কলকাতার ইডেন গার্ডেনেও সংস্কৃতিটা শুরু করতে। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে এ প্রস্তাব অনুমোদনও করিয়ে নিয়েছেন গাঙ্গুলি, "লর্ডসের মতোই এখানে টেস্ট ম্যাচগুলোর প্রতিদিনের খেলার শুরুতে ঘন্টাটা বাজানো হবে। প্রতিপক্ষ দুই দলের কোনো খেলোয়াড় বা সাবেক কোনো খেলোয়াড়কে এ জন্য আমন্ত্রণ জানানো হবে।"
গাঙ্গুলি জানাচ্ছেন সব ঠিক থাকলে আগামী মাসের ভারত-নিউজিল্যান্ড টেস্টেই দিনের খেলা শুরুর সংকেত দেবে এই ঘন্টা।