ফেব্রুয়ারিতেই বাংলাদেশের সেই সফর
বাংলাদেশের টেস্ট যাত্রার শুরুটা ভারতের সাথেই। তবে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজে ভারতের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও ভারতের মাটিতে সাদা পোশাকে খেলা হয় নি । অবশেষে সুযোগ এল সেই আক্ষেপ ঘোঁচানোর; আগামী বছরের ফেব্রুয়ারিতেই হায়দ্রাবাদে কোহলি-অশ্বিনদের বিপক্ষে টেস্ট খেলবে মুশফিকরা।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৮ ফেব্রুয়ারি, ২০১৬ থেকে। অনেকদিন আগেই বাংলাদেশের ভারত সফর নির্ধারিত হলেও ম্যাচ সূচীর ঝামেলায় পিছিয়ে যাচ্ছিল বহুল কাঙ্ক্ষিত সিরিজটি। অবশেষে আজ বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ঐতিহাসিক টেস্ট ম্যাচটির তারিখ ঘোষণা করলেন, “টেস্টের অন্যতম সেরা দল হিসেবে অন্য সব দলকে সমান সুযোগ দেয়া আমাদের দায়িত্ব। আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আগামী বছরের শুরুতে প্রতিবেশী বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি আয়োজিত হবে। এটা ২০১৬-১৭ মৌসুমে আমাদের ঘরের মাঠে অন্যরকম মাত্রা যোগ করবে।”
ভারতের মাঠে কেবল চারবারই স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৯৯১ সালে একটি ওয়ানডে, ‘৯৮ তে দুইটি ওয়ানডে আর গত টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে টাইগাররা। তবে ভারতের মাটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। অবশেষে প্রতিবেশীর পেয়ে নিমন্ত্রন পেয়ে উচ্ছ্বসিত বিসিবি প্রেসিডেন্ট, “বাংলাদেশ ও ভারতের হয়ে যারা খেলবে তাঁদের জন্য এটা দীর্ঘ প্রতীক্ষিত ম্যাচ। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ম্যাচে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা আশা করি টেস্টেও জমে উঠবে। ভারতের মাটিতে খেলার দীর্ঘ প্রতীক্ষা অবশেষে শেষ হচ্ছে। এখন আমাদের উদযাপনের সময়।”