• " />

     

    মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার বৃহস্পতিবার

    মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার বৃহস্পতিবার    

    নানা ঝক্কি পেরিয়ে শেষ পর্যন্ত ইংলিশ কাউন্টিতে বর্নিল অভিষেকই হয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে দু’ ম্যাচের বেশী খেলার সৌভাগ্য হয় নি, কাঁধের চোটে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন ক্রিকেট থেকে। সে সময়ই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, মুস্তাফিজের কাঁধে বড় ধরণের অস্ত্রোপচার প্রয়োজন। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হল, আগামী ১১ই আগস্ট বৃহস্পতিবার লন্ডনের ফরটিয়াস ক্লিনিকে বাংলাদেশের বাঁহাতি পেসারের কাঁধে এই অস্ত্রোপচার হবে।

     

    এর আগে লন্ডনের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন টনি কোচার মুস্তাফিজের কাঁধে এই অস্ত্রোপচারের পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী ম্যানচেস্টারের আরেক নামকরা সার্জন লেনার্ড ফ্রাংকের কাছে সময় চাওয়া হয়। তবে তিনি ২২ আগস্টের আগে সময় দিতে পারবেন অনা বলে জানান। কিন্তু এতদিন অপেক্ষায় বিসিবির সায় না থাকায় শেষ পর্যন্ত লন্ডনের ফরটিয়াস ক্লিনিকের বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়। অ্যান্ড্রু ওয়ালেস ২০০৬ সালে শচিন টেন্ডুলকারের কাঁধে অস্ত্রোপচার করেছিলেন।

     

    বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের আগে-পরে কিছুদিন মুস্তাফিজের সাথে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।