• রিও অলিম্পিক ২০১৬
  • " />

     

    সিদ্দিকুরের হাতে বাংলাদেশের পতাকা

    সিদ্দিকুরের হাতে বাংলাদেশের পতাকা    

    সম্মানটা যে তিনিই পাচ্ছেন, সেটা আগে থেকেই জানা ছিল। অলিম্পিকের  উদ্বোধনী অনুষ্ঠানে আজ বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিকে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসাবে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন তিনি। অলিম্পিক গেমসের মার্চপাস্টে সিদ্দিকুরের সঙ্গে ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা, শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি, আর্চারিতে শ্যামলী রায় আর স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।

    স্বাধীনতার পর ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে বাংলাদেশ থেকে পর্যবেক্ষক ছিলেন কাজী আনিসুর রহমান। ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকেও বাংলাদেশের প্রতীকী উপস্থিতি ছিল। ১৯৮০ সালে বেশ ক’টি দেশ মস্কো অলিম্পিক বয়কট করলে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অ্যাথলেট সাইদুর রহমান ডন বাংলাদেশের পতাকা বহন করেন।১৯৮৮ সালে সিউল অলিম্পিকে পতাকা বহন করেন অ্যাথলেট শাহ আলম। ১৯৯২ বার্সেলোনায় মহিলা শ্যুটার কাজী শাহানা পারভীন পতাকা বহন করেন। ১৯৯৬ সালে সাইফুল আলম রিংকির হাতে ছিল  লাল-সবুজ পতাকা। ২০০০ সিডনি গেমসে সাবরিনা সুলতানা, ২০০৪ সালে আসিফ হোসেন, ২০০৮ অলিম্পিকে রুবেল রানা ও ২০১২ সালে অলিম্পিক গেমসে পতাকা বহন করেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর।