• রিও অলিম্পিক ২০১৬
  • " />

     

    দেশ না থেকেও অলিম্পিকে সোনা!

    দেশ না থেকেও অলিম্পিকে সোনা!    

    তাঁর জেতা দুটো ব্রোঞ্জই এ যাবত অলিম্পিক থেকে কুয়েতের প্রাপ্তি। শ্যুটার ফেহাইদ আল দীহানি অবশেষে আরাধ্য স্বর্ণটাও জিতে নিলেন, কিন্তু এই পদক যোগ হচ্ছে না তাঁর দেশের নামে। কুয়েত যে এবারের আসরেই নেই! অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো 'স্বতন্ত্র' প্রতিযোগী হিসেবে স্বর্ণ জেতার রেকর্ডটাও তাই নিজের করে নিলেন কুয়েতি এই শ্যুটার।

     

     

    ৪৯ বছর বয়সী ফেহাইদ চলমান রিও অলিম্পিকের শ্যুটিংয়ে পুরুষদের 'ডাবল ট্র্যাপ' বিভাগে আজ স্বর্ণ জেতেন। তবে কোনো দেশের প্রতিনিধিত্ব না করায় তাঁর সম্মানে উত্তোলিত হয় অলিম্পিকের পতাকা, বাজে অলিম্পিকের সঙ্গীত। দেশের অলিম্পিক কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ থাকায় এবারের আসরে দলগতভাবে অংশ নিতে পারছে না কুয়েত।

    স্বতন্ত্র প্রতিযোগী হিসেবে ইতিপূর্বে দুটো ব্রোঞ্জ জয়ের রেকর্ড (১৯৯২ অলিম্পিকে) থাকলেও স্বর্ণ জয়ের ঘটনা এটাই প্রথম।