উঠে যাচ্ছে আশরাফুলের ঘরোয়া নিষেধাজ্ঞা
দুই বছর আগের জুনে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই শাস্তি পরে কমে এসেছিল পাঁচ বছরে। ততদিনও অপেক্ষা করতে হচ্ছে না মোহাম্মদ আশরাফুলকে, আগামী ১৩ আগস্ট থেকেই আবার ফিরতে পারবেন মাঠে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, আশরাফুল আপাতত খেলতে পারবেন শুধু বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আরও দুই বছর অপেক্ষা করতে হবে।
ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িয়ে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। পরে শাস্তিটা কমে যায় তিন বছর। এর মধ্যে বিসিবি জানায়, ম্যাচ পাতানো প্রতিরোধে সহায়তা ও ভালো ব্যবহারের জন্য আশরাফুলের শাস্তি আরও শিথিল করা হবে। সেজন্যই নিষেধাজ্ঞার তিন বছর পরেই ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়ে যাচ্ছেন। তবে ২০১৮ সালের আগে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারবেন না।
কিন্তু ঠিক কোন কোন প্রতিযোগিতায় আশরাফুল খেলতে পারবেন সেটা এখনো স্পষ্ট নয়। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দেশের বা বাইরের টুর্নামেন্টে খেলতে পারবেন কি না সেটা নিয়েও এখন আছে ধোঁয়াশা। আইসিসির রোববারের মধ্যেই বিষয়টা খোলাসা করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।