বাংলাদেশে আসছেন না কুক?
ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসছে, কাল রাতেই নিশ্চিত করেছে ইসিবি। কিন্তু টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশে আসবেন কি না, সেটিই এখনো অনিশ্চিত। নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো কারণ নয়, ব্যক্তিগত কারণেই বাংলাদেশে নাও আসতে পারেন কুক।
গুলশানের হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সামনে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত সব সংশয় কেটেছে। কিন্তু দুই টেস্ট সিরিজে কুক হয়তো নাও থাকতে পারেন। কুকের স্ত্রী অ্যালিস সন্তানসম্ভবা, বাংলাদেশ সফরের সময়েই দ্বিতীয় সন্তান কোল আলো করে আসতে পারে। সেজন্য কুক নিজেকে সরিয়েও নিতে পারেন। যদিও দুই দিন আগেই এউইন মরগান নিশ্চিত করেছেন, বাংলাদেশ সফরের জন্য তাদের ওপর কোনো চাপ দেওয়া হয়নি। কেউ চাইলে নিজেকে সরিয়েও নিতে পারেন। কিন্তু দলে জায়গা পাওয়ার জন্য যখন যুদ্ধ চলছে, ক'জন নিজের জায়গা ছেড়ে দেন সেটাই এখন দেখার বিষয়।
ক্রিকেটাররা অবশ্য এরকম সিদ্ধান্ত আগেও নিয়েছেন। ২০০৬ সালে প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওই সময়ের ইংলিশ অধিনায়ক অ্যান্ড্র ফ্লিনটফ। এই বছরেই প্রথম সন্তানের জন্ম উপলক্ষে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল এশিয়া কাপের প্রথম কয়েকটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
তবে স্টুয়ার্ট ব্রডের ব্যাপারটা একটু অন্যরকম। চট্টগ্রাম টেস্ট খেললে ইংলিশ পেসারের সেটি হবে শততম টেস্ট। বিশেষ এই উপলক্ষে ব্রডের পাশে থাকছেন না তাঁর পরিবার, এর মধ্যেই জানিয়ে দিয়েছেন নিরাপত্তাজনিত কারণে তারা বাংলাদেশে আসছেন না। ব্রড কী সিদ্ধান্ত নেন এখন সেটিই দেখার অপেক্ষা।