বাংলাদেশে আসছেন কুক
ইংল্যান্ড বাংলাদেশে আসছে, ইসিবি সেটি নিশ্চিত করেছে কয়েক দিন আগেই। তবে অনেক খেলোয়াড় সফরে আসার ব্যাপারে নিজেদের দ্বিধার কথা জানানোয় সংশয় ছিল পূর্ণশক্তির দল আসার ব্যাপারে। সেই সংশয়ের মাঝেই খুশির খবর শোনালেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। গতকাল বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অক্টোবরের শুরুতে কুকের স্ত্রী অ্যালিস দ্বিতীয়বারের মতো মা হবেন। ওই অবস্থায় স্ত্রীর পাশে থাকার জন্য সফরে আসবেন না, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিরাপত্তা দলের সাথে বৈঠকের পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। ইসিবির ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন বলেই জানা যায়।
তবে দলের ফাস্ট বোলার লিয়াম প্লাংকেট এবং ওপেনার অ্যালেক্স হেলস এখনো সফরের ব্যাপারে শতভাগ নিশ্চিত নন। আরও কিছুদিন সময় চান প্লাংকেট, “আসলে আরও কিছু সময় ভাবতে হবে এই ব্যাপারে। পৃথিবী জুড়েই সন্ত্রাসবাদ বেড়ে চলেছে। তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।” হেলস চিন্তা করছেন পরিবারের কথা, “সবশেষে আমাকে পরিবারের কথাই ভাবতে হবে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্তটা জানাবো।”
এর আগে উইকেটকিপার জস বাটলার এই সফরের ব্যাপারে উৎকণ্ঠার কথা জানিয়েছিলেন। ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগানও বলেছিলেন যে খেলোয়াড়দের জোর করা হবে না। কুকের এই সিদ্ধান্ত অনেক খেলোয়াড়কেই সফরে আসার ব্যাপারে হয়তো অনুপ্রেরণা দেবে।