• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাংলাদেশে আসা নিয়ে দ্বিধা নেই বেইরস্টোর

    বাংলাদেশে আসা নিয়ে দ্বিধা নেই বেইরস্টোর    

     

    ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন কিছুদিন আগেই। এবার তাঁর পথেই হাঁটলেন ওয়ানডে দলের উইকেটকিপার জনি বেইরস্টো। গতকাল তিনি এই সফরে আসার ঘোষণা দেন। এছাড়াও সফরে আসার ব্যাপারে নিশ্চিত করেছেন দলের সহকারী কোচ পল ফারব্রেস, যিনি ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের সাথে ছিলেন। ওই সফরে লঙ্কান দলের উপরে সন্ত্রাসী হামলা হয়েছিল।

     

    ইসিবির নিরাপত্তা কমিটির প্রধান রেগ ডিকাসন গত সপ্তাহেই বলেছিলেন  ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। জনিই প্রথম খেলোয়াড় যিনি প্রকাশ্যে নিজের সিদ্ধান্ত জানালেন। গতকাল ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি, “ রেগ-এর উপর আমার অনেক বেশি বিশ্বাস আছে। তাঁর সাথে আমি অনেক সফরে গিয়েছি, খুব ছোটবেলা থেকেই তাঁকে চিনি। এই সফরের ব্যাপারে তাঁকে অনেক প্রশ্নই করেছি।”

     

    নিরাপত্তার শঙ্কা তাঁর মাঝেও কাজ করছে, “ আসলে পুরো বিশ্বের কোথাও আপনি নিরাপদ নন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা অথবা বাংলাদেশ, সবখানেই সন্ত্রাসী হামলা হয়। আর এখনো তো দলই ঘোষণা করা হয়নি সফরের জন্য, নির্বাচিত হলে আমার সিদ্ধান্তটা ইতিবাচক হবে আশা করি।”

     

    নিজে সফরে আসতে চাইলেও অন্যদের নিয়ে চিন্তিত জনি, “ আসলে সবার সিদ্ধান্ত আলাদা হবে এটাই স্বাভাবিক। নিরাপত্তার ব্যাপারে ভাবলে খেলায় মনোযোগ দেয়াটা কঠিন। সিদ্ধান্তটা সহজ হবে না কারো জন্যই, তাই সবার ব্যাপারে আমি কোন মন্তব্য করতে পারব না।”