যে কারণে বাংলাদেশে আসতে চাইছেন না মরগান...
শুরু থেকেই বলে আসছিলেন, বাংলাদেশে সফর নিয়ে তাঁর দ্বিধা আছে। দুই দিন আগেও এউইন মরগান বলেছেন, নিরাপত্তা প্রতিনিধি দলের আশ্বস্ত করার পরও তাঁর সংশয় কাটেনি। কিন্তু মঈন, বেয়ারস্টো, জর্ডানদের মতো সবাই যখন বাংলাদেশে আসতে রাজি, মরগানের সেখানে এতো গড়িমসি কেন? জানিয়েছেন, উপমহাদেশে নিজের দুই বারের অভিজ্ঞতার পরেই তাঁর এই কুন্ঠা।
২০১০ সালে আইপিএল খেলার সময়ই প্রথম অভিজ্ঞতা হয়। রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে একটা ম্যাচে নামার অপেক্ষায় তখন। খেলা শুরুর আগে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরিত হয়। তখন অবশ্য বড় কিছু ঘটেনি, ম্যাচটাও ঠিকমতো হয়ে গেছে। কিন্তু মরগান পরে জানিয়েছেন, "ওই ম্যাচের পর পরেই আমাদের সবাইকে তড়িঘড়ি করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। খুবই ভীতিকর অভিজ্ঞতা ছিল সেটি।"
তিন বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসেন বাংলাদেশে। তখন বছরের শেষ দিক, রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত ঢাকা। নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই সংঘাত, পেট্রল বোমাতেও প্রতিদিনই কেউ না কেউ মরছে। ওই ঘটনাও মরগানের মনে রেখাপাত করে আছে, "ঢাকায় যে রাজনৈতিক অবস্থা দেখেছি সেটা আসলেই অবিশ্বাস্য। "
মরগান এখন জানাচ্ছেন, আরেক বার এমন কিছুর মুখোমুখি হতে চান না, "আগের দুই বারের পরেই আমি নিজেকে বলেছিলাম, আমি আর এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না। দেখুন, আমরা ক্রিকেট খেলি ভালোবেসে, আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য যে কোনো ক্রিকেটে কি শুধু দুশ্চিন্তাই করতেই হবে? ক্রিকেট মানে হচ্ছে আপনার সবচেয়ে সেরা সময়, এটা আপনি প্রাণখুলে উপভোগ করতে চাইবেন। আপনি নিশ্চয় চাইবেন না, মাঠের বাইরের কোনো দুশ্চিন্তা আপনাকে সবসময় আচ্ছন্ন করে রাখুক।"
শেষ পর্যন্ত মরগান আসবেন কি না, সেটা দুয়েক দিনের মধ্যেই জানা যাবে। আর আগামী সপ্তাহেই বাংলাদেশের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা করার কথা।