মরগান না এলে বাটলারই অধিনায়ক
এউইন মরগানের বাংলাদেশ সফরে আসার একেবারেই ক্ষীণ। এই অবস্থায় ওয়ানডে দলকে কে নেতৃত্ব দেবেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মাঝেই জানা গেল মরগানের বদলে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক জস বাটলার।
শুরু থেকেই সফরে আসার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন মরগান। তিন বছর আগে বাংলাদেশ সফরে কাছ থেকে দেখা রাজনৈতিক সহিংসতার জন্য নিজেকে সরিয়ে নিতে চাইছেন। দলের অন্য খেলোয়াড়দেরও জোর করা হবে না বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। শেষ মুহূর্তে যদি সফর থেকে সরেই দাঁড়ান, তাহলে গতবছর পাকিস্তানের বিপক্ষে টি-২০ তে দলকে নেতৃত্ব দেয়া উইকেটকিপার ব্যাটসম্যান বাটলারকেই অধিনায়ক হিসাবে দেখা যাবে।
ইসিবি অবশ্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছে খেলোয়াড়দের রাজি করানোর জন্য। অ্যান্ড্রু স্ট্রাউস আজ রাত পর্যন্ত সময় বেধে দিয়েছেন মরগানদের। আগামী সপ্তাহে সফরের জন্য দল ঘোষণা করা হবে। প্রায় সবাই এই সফরের আসার ব্যাপারে আশাবাদী। তবে মরগান এবং অ্যালেক্স হেলস থেকেই এখনো শোনা যায়নি কোন আশার বাণী।
গতবছর অধিনায়কত্ব করা একমাত্র ম্যাচের পর নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন বাটলার, “দারুণ একটা অভিজ্ঞতা ছিল এটি। ভবিষ্যতে এরকম আবার করতে পারলে মন্দ হতনা!” এবার হয়ত সেই সুযোগটা পেয়েই যাবেন তিনি। কিন্তু সফরটা একেবারেই সহজ হবে না দলের জন্য। ঘরের মাঠে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে হারানো বাংলাদেশের সাথে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা তাই বাটলারের অধিনায়কত্তের ভালো পরীক্ষা নেবে। ২০১০ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও গতবছর বিশ্বকাপের সময় ইংল্যান্ড হেরে গিয়েছিল তাদের কাছে।
মরগানের জায়গায় দলে ঢুকতে পারেন জনি বেইরস্টো। তবে অধিনায়ক হিসাবে মরগানকেই চাইছে ইসিবি। দলে খুবই জনপ্রিয় তিনি, পরিস্থিতিও সামলাতে পারেন দারুনভাবে। আর যদি একেবারেই মরগানকে রাজি করান না যায় তাহলে বাটলারকেই দায়িত্বটা সামলাতে হবে।.