• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    ইংল্যান্ডের টেস্ট দলে তিন নতুন মুখ, ওয়ানডেতে নেই রুট

    ইংল্যান্ডের টেস্ট দলে তিন নতুন মুখ, ওয়ানডেতে নেই রুট    

    কাউন্টি চ্যাম্পিয়নশিপের এ মৌসুমেই চারটি সেঞ্চুরি, ইয়র্কশায়ারের সঙ্গে ম্যাচে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। হাসিব হামিদের ইংল্যান্ড দলের ডাক পাওয়ার সম্ভাবনা বাড়ছিলই শুধু। বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ঘোষিত টেস্ট দলে আছেন ল্যাঙ্কাশায়ারের এই ১৯ বছর বয়সী তরুণ। বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগ পেলে হামিদ হবেন ইংল্যান্ডের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার, ১৯৪৯ সালের পর ইংল্যান্ডের হয়ে  টেস্ট খেলতে নামা মাত্র দ্বিতীয় ‘টিন-এজার’।

     

    হামিদের সঙ্গে ইংল্যান্ড দলে নতুন মুখ নর্দাম্পটনশায়ারের ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অলরাউন্ডার জাফর আনসারি। ডাকেট আবার আছেন ওয়ানডে দলেও।

     

    ১১ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন সারে স্পিনার গ্যারেথ ব্যাটি। ২০০৫ সালে নিজের শেষ টেস্টটা খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট দলে ফিরেছেন জস বাটলার ও মার্ক উডও। আর বাদ পড়েছেন জেমস ভিনস, তবে ওয়ানডে দলে আছেন তিনি।

     

    ওইন মরগান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন জস বাটলার। আর ওয়ানডে থেকে বিশ্রাম দেয়া হয়েছে জো রুটকেও।

     

    ইংল্যান্ডের টেস্ট দলঃ

    অ্যালেস্টার কুক(অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেইরস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রাশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

     

    ওয়ানডে দলঃ

    জস বাটলার(অধিনায়ক), মঈন আলি, জনি বেইরস্টো, জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডওসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রাশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।