• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাংলাদেশকে হুমকি মানছেন নাসের

    বাংলাদেশকে হুমকি মানছেন নাসের    

    বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার ওই স্মৃতি অনেক দিনই তাড়া  করে বেরিয়েছে ইংল্যান্ডকে। এর পর দুই দেশের আর দেখা হয়নি। এবার আবার বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছেন কুকরা।  ইংল্যান্ড দলের জন্য ‘কঠিন পরীক্ষা’ অপেক্ষা করছে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইন।

    স্কাই স্পোর্টসে লেখা এক কলামে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন নাসের। এই সফরটা ইংল্যান্ডের জন্য সহজ হবে না বলেই মনে করছেন, “সফরটা কঠিন হবে। বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে। শেষবার এই দুইদল যখন মুখোমুখি হয়েছিল তখন বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে বিদায় করে দেয়। ইংল্যান্ড এবার বদলা নেয়ার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতে সাম্প্রতিক সময়ে অনেক ভালো পারফর্ম করেছে। তাই সফরটা সহজ হবে না। ”

    নিরাপত্তা ইস্যুতে সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান। তাঁর অনুপস্থিতি এই সফরকে আরও কঠিন করে তুলবে বলেই ধারণা করছেন নাসের,“কেউ যদি সফরে না যেতে চায় তাহলে ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই। কিন্তু আমি দৃঢ় কন্ঠে এটা বলতে চাই, দলের অধিনায়ক যদি সফরে না যেতে চায় সেটা নিয়ে আমার সমস্যা আছে। আমি মরগানের বিরুদ্ধে বলছি না, এটা সব অধিনায়কের জন্যই প্রযোজ্য। আমি বিশ্বাস করি যখন আপনি দলের অন্য খেলোয়াড়দের কিছু করতে বলবেন, অধিনায়ককেও তাদের সাথেই থাকা উচিত। সে অ্যালেক্স হেলসের মতো ব্যাপারটাকে অন্যভাবে দেখেছে। এখন তাদের অনুপস্থিতিতে যদি কেউ এই সুযোগটা  গ্রহণ করে তাহলে ভবিষ্যতে কি হবে আপনি বলতে পারেন না!”

    তবে মরগান এবং হেলস আবারো দলে ফিরবেন বলেই আশা করছেন নাসের, “ আমার ধারণা তারা দুজনই দলে ফিরবে। হেলস এই বছর দারুণ খেলেছে, ওয়ানডেতে ৪ টি সেঞ্চুরি আছে তার। অধিনায়ক হিসাবে মরগান অসাধারণ ছিল, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ওয়ানডে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।”

    দলের নতুন অধিনায়ক জস বাটলারের উপর চাপটা অনেক বেশিই থাকবে বলে মনে করছেন নাসের, “বাটলারের উপর প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। অধিনায়কত্বের সাথে সাথে তাঁকে কিপিং করতে হবে, গরম এবং আর্দ্র  আবহাওয়াতে টপ অর্ডারে ব্যাটিংও করতে হবে। কিন্তু সে অনেকটা মরগানের মতই। সে ভালো একজন পারফর্মার। সে চিৎকার করে কথা বলেনা, কিন্তু যখন কথা বলে তখন সবাই সেটা শোনে। আমরা তাকে শুভকামনা জানাই। অধিনায়ক হিসাবে তাকে নির্বাচিত করা একটি ভালো সিদ্ধান্ত।”