জোড়া আঘাত পেল ইংল্যান্ড
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এউইন মরগান এবং অ্যালেক্স হেলস। এবার ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়লেন ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন এবং মার্ক উড। এই দুই পেসারকে ছাড়াই বাংলাদেশে আসছে ইংল্যান্ড।
কাঁধের ইনজুরিটা অনেকদিন ধরে ভোগাচ্ছে অ্যান্ডারসনকে। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটধারী এই বোলার গত আগস্ট থেকেই মাঠের বাইরে। পাকিস্তানের সাথে চতুর্থ টেস্টের সময় থেকে কাঁধের ইনজুরি। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজও মিস করেছিলেন পায়ের ইনজুরির জন্য। শ্রীলংকা সফরেও ইনজুরি পিছু ছাড়েনি তাঁর, সেই সময় ডান কাঁধে আঘাত পান।
গত সপ্তাহে নিজের ইনজুরির ব্যাপারে কথা বলেছিলেন অ্যান্ডারসন , “এটা খুবই কঠিন ব্যাপার। যদি আপনি ফিট থাকেন, তাহলে একজন খেলোয়াড় হিসাবে আপনি খেলতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক না কেন, আপনি খেলার জন্য মুখিয়ে থাকবেন। কিন্তু একটা সময় আসে যখন নিজেকে বোঝাতে হয়। ৩৪ বছর বয়সে নিজেকে বোঝাতে হবে। সব টেস্টই খেলতে চাইবেন আপনি। কিন্তু ভারতের সাথে পরপর ৫ টি টেস্ট হবে, এটি একজন বোলারের জন্য কঠিন পরীক্ষা।”
অ্যান্ডারসন শুধু টেস্ট দলে থাকলেও উড ছিলেন ওয়ানডে দলেও। ২৬ বছর বয়সী এই বোলারের বাঁ গোড়ালির ইনজুরি ধরা পড়েছে। টেস্ট দলে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী নটিংহ্যাম্পশায়ারের জ্যাক বল। ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে স্টিভেন ফিনকে।
টেস্টে ৪৬৩ উইকেট নেয়া অভিজ্ঞ অ্যান্ডারসন এবং তরুণ উড বাংলাদেশের কন্ডিশনে দলকে ভালো সাহায্য করতে পারতেন বলেই ধারণা করা হচ্ছে। তবে ভারতের সাথে সিরিজের আগেই সুস্থ হয়ে দুজন ফিরতে পারেন দলে।