• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    আল-আমিনের জন্য জায়গা ছাড়তে হলো তাইজুলকে

    আল-আমিনের জন্য জায়গা ছাড়তে হলো তাইজুলকে    

    আল-আমিন ফিরলেন। আল-আমিনের ‘জায়গায়’ যাঁর অন্তর্ভুক্তি নিয়ে এতো প্রশ্ন ছিল, সেই শফিউল ইসলামও আছেন। উল্টো বাদ পড়তে হয়েছে তাইজুল ইসলামকে। তাইজুল ইসলামের বদলে আফগানিস্তানের সঙ্গে শেষ ওয়ানডেতে যিনি খেলেছিলেন, সেই মোশাররফ হোসাইনও আছেন। মোশাররফকে জায়গা করে দিতে আগেই বাদ পড়েছিলেন রুবেল হোসেন। এতো হিসাব-নিকাশের অর্থ একটাই, ইংল্যান্ডের সঙ্গে ঢাকার প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

     

    অদল-বদল সব হিসাব বাদ দিলে আফগানিস্তান সিরিজ থেকে ইংল্যান্ড সিরিজের দলে পরিবর্তন একটিই। তাইজুলের জায়গায় আল-আমিন। আফগানিস্তানের সঙ্গে সিরিজে উইকেট ছিল, ধীরগতির, নীচু ধরণের। বোলিংয়ে বাংলাদেশের শক্তিমত্তার জায়গা দীর্ঘদিন ধরেই স্পিন, তবে গত এক বছরে তা বদলে হয়ে গেছে পেস।

     

    আফগানিস্তানের সঙ্গে প্রত্যেক ম্যাচেই খেলেছেন তিনজন করে পেসার। মাশরাফি, তাসকিনের সঙ্গে আল-আমিন, আবার আছেন শফিউল। মুস্তাফিজুর রহমান নেই, পেস বোলিংয়ে বিচিত্রতা আনতে তাই হিসাব নিকাশ করতেই হচ্ছে।

     

    ব্যাটিংয়ে বাংলাদেশের টপ অর্ডার ভুগিয়েছে। আবার তামিম যে ম্যাচে রান পেয়েছেন, সেসব ম্যাচে তামিম আউট হয়ে যাওয়ার পর স্কোরটা আরও বড় করতে পারেনি মিডল আর লেট-মিডল অর্ডার। আফগানিস্তানের সঙ্গে শেষ ওয়ানডেতে তিন নম্বরে খেলেছিলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের সংগেও তাই হলে ইমরুলের জায়গা পাওয়াটা মুশকিলই হবে। তবে সৌম্য সরকারকে আরও ‘সুযোগ’ দেয়া হবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে প্রথম ওয়ানডে পর্যন্ত।


    তবে ইংল্যান্ডের সঙ্গে তিন পেসার নিয়ে খেলার নীতিটাও পরিবর্তন হবে কিনা, প্রশ্ন সেটাও! মিরপুরে ইংল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে ৭ অক্টোবর। এর আগে ৪ তারিখে ফতুল্লাহয় বিসিবি একাদশের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।