• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    ফতুল্লায় কায়েস ঝড়

    ফতুল্লায় কায়েস ঝড়    

    আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচেই একাদশে ছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছে। তবে ইংল্যান্ডের সঙ্গে প্রথম একাদশে ইমরুল কায়েস আবার একাদশে ফিরতে যাচ্ছেন, সেটি লিখেই দেওয়া যায়। ফতুল্লায় দুর্দান্ত এক সেঞ্চুরিতে যে নিজের দাবিটা ভালমতোই জানিয়ে রেখেছেন কায়েস।

    ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো হয়নি বিসিবি নির্বাচিত একাদশের। অনেক দিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য,প্রস্তুতির ম্যাচেও সেই বৃত্ত থেকে বেরুতে পারলেন না। আউট হয়ে গেছেন ৭ রান করেই। তবে ওপাশে কায়েস ছিলেন দারুণ স্বচ্ছন্দ, নিজের প্রথম বলেই ক্রিস ওকসকে চার মেরে জানান দিয়েছিলেন দিনটা তাঁর হতে পারে। এই ওভারেই ওকসকে মেরেছেন আরেকটি চার।

    সৌম্য চলে গেলেও কায়েসের ব্যাট চলেছে খাপখোলা তলোয়ারের মতোই। ৪৬ বলে পেয়ে গেছেন ফিফটি, তার আগে ডেভিড উইলির বলে  প্রথম ছক্কাও পেয়ে গেছেন। তোপটা বেশি গেছে অবশ্য ইংলিশ স্পিনারদের ওপর। আদিল রশীদ ও মঈন আলীর বলে মেরেছেন পরের তিন ছক্কা। রশীদের বলে সিঙ্গেল নিয়েই মাত্র ৮১ বলে পেয়ে গেছেন সেঞ্চুরি।

    তিন অঙ্ক ছাড়ানোর পর যেন আরও বেশি বিধ্বংসী হয়ে উঠেছিলেন। পরের ১০ বলে করেছেন ২১ রান। ডেভিড উইলির এক ওভারে মেরেছেন দুটি ছক্কা। শেষ পর্যন্ত ওই উইলির বলেই আউট হয়ে গেছেন। ছয় মেরেছেন ছয়টি, চার মেরেছেন ১১টি। ইনিংসের ৮০ রানই এসেছে  বাউন্ডারি থেকে!

    ফতুল্লায় প্রচন্ড গরমে হাসফাঁস করতে থাকা ইংলিশদের ওয়ানডে সিরিজের আগে যেন একটা বার্তাই দিয়ে রাখলেন কায়েস।