সৌম্য নয়, তামিমের সঙ্গী এবার কায়েস
মঙ্গলবার বিসিবি একাদশের হয়ে ইমরুল ঝড়ের পরই অনুমান করা যাচ্ছিল কী ঘটতে যাচ্ছে সৌম্য সরকারের ভাগ্যে। অনুমানটাই সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাদ পরেছেন ২৩ বছর বয়সী ওপেনার। তামিম ইকবালের সঙ্গী হিসেবে আজ বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন ইমরুল কায়েস।
১৯ ওয়ানডে খেলে রান করেছেন ৭২৩। ব্যাটিং গড় ৪২.৫২। বাংলাদেশের যে কোনো ওপেনারের জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় পরিসংখ্যান। কিন্তু দল নির্বাচনে সাম্প্রতিক ফর্মের গুরুত্বটাই সবচেয়ে বেশি। সেখানে সৌম্যের ব্যর্থতাটা কদিন ধরে খুব বেশি করেই চোখে পড়ছিল। আফগানিস্তান সিরিজের তিন ওয়ানডেতে রান করেছেন ৩১। সমস্যা শুধু সেখানেই নয়। আউট হওয়ার ধরন-টরন মিলিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ছিল তা হলো আত্মবিশ্বাসের অভাব। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আজ খেলতে নামবে সৌম্যকে ছাড়াই।
অথচ কী ধুমকেতুর মতোই না আবির্ভাব হয়েছিল সৌম্যের! পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাতক্ষীরার তরুণের ব্যাটিং গড় ছিল যথাক্রমে ৮২, ৪২.৬৬ ও ১০২.৫০। পাকিস্তানের বিপক্ষে ১১০ বলে অপরাজিত ১২৭ রানের সেই বিধ্বংসী ইনিংসের পর মনে হচ্ছিল তামিম ইকবালের ওপেনিং সঙ্গী খোঁজার ঝক্কিতে আর যেতে হবে না নির্বাচকদের। সেই সৌম্যই কী না দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আস্তে আস্তে মিইয়ে যেতে থাকলেন। সে সিরিজের পর ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে রান পাননি এই বাঁহাতি ওপেনার। এরপরই পড়েন পাঁজরের চোটে। সে কারণেই খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর শুধু টি-টোয়েন্টিই খেলেছে বাংলাদেশ। তাতে খেলার সুযোগ পেলেও পুরনো সৌম্যের ছায়া হয়েই দেখা গেছে তাঁকে।
প্রতিভা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অগাধ আস্থা আছে সৌম্য সরকারের ওপর। অধিনায়ক মাশরাফি মনে করেন ব্যাট হাতে বাংলাদেশকে অনেক কিছুই দেবার আছে বাঁহাতি ওপেনারের। ওপেনিং সঙ্গী তামিম ইকবালও জানিয়েছিলেন ক্রিজের অন্য প্রান্ত থেকে কতটা উপভোগ করেন সৌম্যের ব্যাটিং। ফেরার জন্য চেষ্টা করছেন সৌম্যও। তিনি যে আবারও ফিরবেন সেটা বলে দেয়াই যায়। ব্যাট হাতে পুরনো সৌম্যকে দেখতে পেলেই তো ভাল বাংলাদেশের জন্য।