• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে সাব্বির-সৌম্য

    প্রস্তুতি ম্যাচের নেতৃত্বে সাব্বির-সৌম্য    

    টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড দলের বিপক্ষে দুটি ২ দিনের প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। ১২ সদস্যের এই দল দুটি ‘বিসিবি একাদশ’ নামে ইংল্যান্ড একাদশের মোকাবেলা করবে। প্রথম দলটির নেতৃত্ব দেবেন সাব্বির রহমান ও দ্বিতীয়টিতে সৌম্য সরকার। আগামী ১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর ২ দিনের ম্যাচ দুটি  অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

     

    দল দুটোর উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে আছেন সম্প্রতি জাতীয় দলে অভিষেক হওয়া অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, তরুণ ওপেনার সাদমান ইসলাম, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পেসার আবু হায়দার রনি, এবাদত হোসেন প্রমুখ। জাতীয় দলের দুই পেসার আল-আমিন হোসেন ও রুবেল হোসেন থাকছেন একটি করে দলে। প্রথম ম্যাচের দলে দেখা যাবে জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসকেও।

     

    ১ম ম্যাচের স্কোয়াড: সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

     

    ২য় ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হোসেন, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশিস রায়, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।