• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    শর্ট বলেই কাবু টপ অর্ডার

    শর্ট বলেই কাবু টপ অর্ডার    

    প্রথম ম্যাচে বল বা ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ফিল্ডিংয়েও দুইটি ক্যাচ হাতছাড়া করেছিলেন। সেটিরই সম্ভবত মূল্য দিতে হলো মোশাররফ হোসেনকে, ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। অনেক দিন প্রথম একাদশের বাইরে আসার পর আবার একাদশে ফিরেছেন নাসির হোসেন। টসে জিতে এবার অবশ্য ব্যাট নয়, বল করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

    ২৫ আর ২৬, এক রানের ভেতরেই দুই ওপেনারকে হারিয়েছ বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ওকসের শর্ট বলে ক্যাচ দিয়েছেন ডেভিড উইলিকে, ডিপ স্কয়ার লেগে। তামিমও শর্ট বলেই আউট হয়েছেন, পার্থক্য, ক্যাচ ধরেছেন মঈন আলি। সাব্বিরকে তাঁর ২১ বলে ৩ রানের ধুঁকতে থাকা ইনিংস থেকে মুক্তি দিয়েছেন জেক বল, বোল্ড করে। 

    ভাল একটা শুরুর ইংগিত দিলেও ২১ রানের বেশী করা হয়নি মুশফিকের। তিনিও আউট হয়েছেন শর্ট বলে, এটিও নিয়েছেন বল, আবার ক্যাচ ধরেছেন মঈন আলি। 

    বাংলাদেশ দল

    তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।