কেন অমন করেছিলেন বাটলার?
তাসকিন আহমেদের বলটা উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে এসেছিলেন। কিন্তু বলটা লাগল প্যাডে। সঙ্গে সঙ্গেই আবেদন করলেন তাসকিন, কিন্তু আম্পায়ার শরফদ্দৌলা তাতে সাড়া দিলেন না। তখনই তাসকিন রিভিউ নিলেন। আর বাংলাদেশের জন্য সেটিই হয়ে এলো আনন্দের উপলক্ষ হয়ে। বাংলাদেশের মূর্তিমান ত্রাস জস বাটলার আউট!
কিন্তু আসল গেরোটা লাগল এর পর। হঠাৎ কী যেন একটা শুনে মেজাজ হারিয়ে ফেললেন বাটলার। মারমুখী হয়েই এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ফিল্ডারদের দিকে। ওপাশে মাহমুদউল্লাহও তখন যুদ্ধংদেহী মেজাজে এগিয়ে আসছেন। তবে মধ্যে বাধা হয়ে দাঁড়ালেন দুই আম্পায়ার। বড় কিছু আর হলো না।
কিন্ত আসলে ঠিক বলেছিলেন বাটলার? প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে, বাংলাদেশের সবার আউট করার উদযাপন তাঁর ঠিক পছন্দ হয়নি। সেজন্যই অমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।পরে নিজেও ম্যাচ শেষে স্বীকার করেছেন, বাংলাদেশ দলের উদযাপনের কারণেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসেছিলেন। কিন্তু আইসিসির আইন কি ইংলিশ অধিনায়ক ভঙ্গ করেছেন? এমনিতে তাঁর যে মেজাজ হারানোর রেকর্ড খুব একটা নেই! নাকি বাংলাদেশের ক্রিকেটাররাই উস্কানি দিয়ে আচরণবিধি লংঘন করেছেন? এই ম্যাচ শেষেই হয়তো পাওয়া যাবে উত্তরটা।