তামিমের কথাতেই খেপেছেন স্টোকস!
ম্যাচ তখন শেষ। দুই দলের খেলোয়াড়েরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিকতা সারছেন। জনি বেয়ারস্টোর সঙ্গে তামিম ইকবালের করমর্দনের সময় ঘটল ঘটনাটা। কোনো একটা কারণে তামিম-বেয়ারস্টোর মধ্যে হঠাৎ করেই ঠোকাঠুকি। বেয়ারস্টোর পরেই ছিলেন বেন স্টোকস, তিনিও তামিমের দিকে আগ্রাসী ভঙিতে এগিয়ে গেলেন তামিমের দিকে। উত্তেজিত হয়ে কিছু একটা বলেও ছিলেন। সঙ্গে সঙ্গেই সাকিব এসে ব্যাপারটার মধ্যস্থতা করেন। দুপক্ষকেই বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন।
তবে ব্যাপারটা যে খুব সামান্য কিছু নয়, সেটা বোঝা গেছে আরও কয়েকটা দৃশ্যে। অধিনায়ক মাশরাফিও ওই ব্যাপারটা ঠিক সহজভাবে নিতে পারেননি। স্টোকসের সঙ্গে তাঁরও একটা ঠোকাঠুকি হতে পারত, সেটি অবশ্য আর হয়নি।
তবে ম্যাচ শেষে সেই আগুনে ঘি ঢেলেছেন স্টোকস নিজেই। নিজের টুইটারে পোস্ট করেছেন, "বাংলাদেশকে দারুণ জয়ের জন্য ধন্যবাদ। কিন্তু আমার কোনো সতীর্থকে কঠিন কিছু বলা আমি একদমই বরদাশত করব না।" বোঝাই যাচ্ছে, ওই ঘটনার রেশ পরেও ভালোমতোই থেকে গেছে। কিন্তু তামিম ঠিক বলেছিলেন বেয়ারস্টোকে?
শুরুটা হয়েছিল অবশ্য আরও আগে। জস বাটলারের আউটের পরেই বাংলাদেশ ফিল্ডারদের উদযাপনে হঠাৎ করে মেজাজ হারিয়ে বসেন তিনি। পরে ইংলিশ অধিনায়ক স্বীকার করেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপনের ধরন তাঁর ঠিক পছন্দ হয়নি। সেজন্যই অমনভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
বোঝাই যাচ্ছে, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও চট্টগ্রামে রোমাঞ্চকর একটা লড়াই হয়তো হতে যাচ্ছে।