মাশরাফি-সাব্বিরের জরিমানা, বাটলারকে সতর্কবাণী
জস বাটলারের আউটের ওই ঘটনা নিয়ে এখনো ক্রিকেটবিশ্বে তোলপাড়। তাসকিনের বলে আউট হওয়ার পর মাহমুদউল্লাহর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন বাটলার। পরে অবশ্য ইংরেজ অধিনায়ক স্বীকার করেছেন, বাংলাদেশের উদযাপনের জন্য নিজের মেজাজটা ধরে রাখতে পারেননি। তবে আইসিসির কাঠগড়ায় ওই ঘটনার জন্য এবার শাস্তি পেতে হচ্ছে বাংলাদেশ দলকে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। আর বাটলারকে তিরস্কার করে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শাস্তি পেতে পারেন বাটলার। শ্রীনাথ পরে ব্যাখ্যা করেছেন, "বাংলাদেশের খেলোয়াড়েরা বাটলারের উইকেটের পর উদযাপন করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। ব্যাটসম্যানও তার প্রতিক্রিয়ায় মাত্রা ছাড়িয়ে গেছে, সেজন্য আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছে।" বাটলার জরিমানা না পেলেও তিনজনের নামের পাশেই অবশ্য একটি করে ডেমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
সাব্বির অবশ্য কদিনের মধ্যেই এ ধরনের শাস্তি পেলেন। আফগানিস্তানের সঙ্গে সিরিজেও আম্পায়ারকে অশোভন মন্তব্য করে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হয়েছিল। আইসিসির নতুন নিয়মে দুইটি ডেমেরিট পয়েন্টও যোগ হয়েছিল নামের পাশে। ভবিষ্যতে এমন কিছু হলে নিষেধাজ্ঞাও জুটতে হতে পারে।