• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    মুশফিকের ফেরায় বাংলাদেশের ২৭৭

    মুশফিকের ফেরায় বাংলাদেশের ২৭৭    

    খেলা মাঠে গড়ানোর আগেই সংশয় জাগাচ্ছিল বৃষ্টি। টিভি পর্দার সামনে থাকা উন্মুখ সমর্থকদের বাড়ছিলো আক্ষেপ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের পথে প্রকৃতির বাগড়া যে কেউই দেখতে চায় নি! মাঠ কর্মীদের কঠোর পরিশ্রমে যথা সময়েই মাঠে গড়ালো খেলা। ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরে ব্যাট করে এখন পর্যন্ত ২২৫ রানের বেশি রান তাড়া করে জিততে পারেনি কেউ। সেই কীর্তিও বাংলাদেশের, ২০১১ বিশ্বকাপে করেছিল ইংল্যান্ডের বিপক্ষেই। 

    সূচনাটা করেছিলেন তামিম-ইমরুল। তাঁদের করা ৮০ রান ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের  সর্বোচ্চ ওপেনিং জুটি। ৪৬ রান করে ইমরুল ও ৪৫ রান করে তামিমের উইকেটের পর মাহমুদউল্লাহও ফিরে গেলে ব্যাটিং অর্ডারে ধস নামার পুরনো ভয়টা ফিরে আসে। সেটা যে হয়নি তার পেছনে বড় অবদান সাব্বির রহমানের। ৫৮ বলে ৪৯ রান করা সাব্বির ব্যাট হাতে ছিলেন দারুণ সাবলীল।

    তবে শেষ পর্যন্ত ব্যাট হাতে আজকের ম্যাচের সবচেয়ে বড় সাফল্য মুশফিকুর রহিমের। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন ফিফটি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মটা ভালো ছিল না এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সর্বশেষ ২১ ইনিংসে পাননি ফিফটির দেখা। অবশেষে আজ তা পেলেন। ৬২ বলে ৬৭ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। দারুণ খেলেছেন মোসাদ্দেক হোসেনও। দুজন মিলে ইনিংস সর্বোচ্চ ৮৫ রানের জুটি গড়ার ৩৯ বলে ৩৮ রান করেন মোসাদ্দেক।

    ইংল্যান্ডের হয়ে দারুণ সফল আদিল রশিদ। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার।