• " />

     

    তাতিয়ে দেওয়া হয়েছিল হিউজকে, দাবি পরিবারের

    তাতিয়ে দেওয়া হয়েছিল হিউজকে, দাবি পরিবারের    

    ক্রিকেট ইতিহাসে নিকট অতীতের সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্ম দিয়ে ফিলিপ হিউজ বিদায় নিয়েছেন দু’ বছর হতে চললো। সম্ভাবনাময় এই অজি ক্রিকেটারের অকাল মৃত্যুর ঘটনায় সম্প্রতি তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলস সরকার। এর অংশ হিসেবে চলা অনুসন্ধানে জানা গেছে, শন অ্যাবটের ওই শর্ট বল আঘাত করার সাথেসাথেই মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল হিউজের। তবে শুনানির শেষ দিনে এসে নতুন করেই বোমা ফাটালেন হিউজের সহোদররা, বলছেন হিউজকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় সেদিন সরাসরি হত্যার হুমকি দিয়েছিলেন। আর উপর্যুপরি ‘স্লেজিং’য়ে তেতে গিয়েই মরণ ডেকে এনেছিলেন হিউজ। তবে এমন কোনো ‘হুমকি’র কথা অস্বীকার করছেন সেদিন মাঠে থাকা দু’ দলের খেলোয়াড়রাই। এমন প্রেক্ষিতে উক্ত খেলোয়াড়দের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রয়াত ক্রিকেটারের ভাই-বোন।

     

    শুনানির শেষ দিনে বক্তব্য দিতে গিয়ে হিউজ পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়, সেদিন প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলস দলের খেলোয়াড় ডগ বলিংগার হিউজ ও তাঁর সতীর্থ ব্যাটসম্যান টম কুপারকে উদ্দেশ্য করে বলেছিলেন, “তোমাদের আজ মেরেই ফেলতে যাচ্ছি...।”

     

    তবে হিউজের সতীর্থ কুপার এবং নিউ সাউথ ওয়েলসের খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, ব্র্যাড হাডিন ও যার বলে প্রাণ হারান হিউজ সেই পেসার শন অ্যাবট বলছেন, সেদিন এমন কিছু বলা হয়েছিল বলে তাঁরা মনে করতে পারছেন না। আর ক্রিকেটারদের এই ‘মনে না করতে পারা’র ব্যাপারটা ইচ্ছাকৃত বলে মন্তব্য হিউজ পরিবারের। অভিযুক্ত বোলার বলিংগার নিজেও এমন কিছু বলার কথা অস্বীকার করছেন। কিন্তু হিউজ সহদোরদের দাবী, ওইদিন মাঠে উপস্থিত ছিলেন এমন অন্তত দু’জন খেলোয়াড় তাঁদেরকে এ কথা জানিয়েছিলেন।

     

    হিউজ পরিবারের আইনি পরামর্শক গ্রেগ মেলিকও খেলোয়াড়দের ‘স্মৃতি বিভ্রাট’-এর সমালোচনা করছেন, “ঘটনার পর অনেকেই অনেক কিছু বলেছিলেন, কিন্তু এখন তাঁরা সেসব এক কথায় এড়িয়ে যাচ্ছেন তাঁদের ‘মনে নেই’ বলে!”

     

    “সেদিন পরিকল্পিতভাবেই ঘটেছিল অনেককিছু। একটানা স্লেজিং চলেছে, উপর্যুপরি শর্ট বল ছোড়া হয়েছে যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল। ব্যাটসম্যানের শরীর কিংবা লেগ স্ট্যাম্প লক্ষ্য করে টানা ৯টি শর্ট বল অবশ্যই বাড়াবাড়ি কিছুর ইঙ্গিতবহ ছিল।”

     

    এদিকে আদালতের বাইরে দেয়া কোনো সাক্ষ্যপ্রমাণ তদন্ত কাজের জন্য আমলে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে হিউজ পরিবারের এহেন দাবী তাঁর অকাল প্রয়াণের আপাত সরল অংকের সামনে বড় প্রশ্নবোধকই এঁকে দিচ্ছে।