• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি সাব্বির-নাফীস

    প্রস্তুতি ম্যাচে প্রাপ্তি সাব্বির-নাফীস    

     

    প্রস্তুতি ম্যাচে ফলের চেয়ে নিজেদের ঝালিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সেইসঙ্গে টেস্ট সিরিজের আগে নিজেদের দাবি জানিয়ে রাখার সুযোগ তো আছেই। প্রথম টেস্টের আগে সেটি সবচেয়ে ভালোভাবে করলেন শাহরিয়ার নাফীস ও সাব্বির রহমান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে নাফিস করেছেন ফিফটি। তবে সাব্বির ব্যাটের চেয়ে বল হাতেই ছিলেন উজ্জ্বল। তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে পেয়েছেন ৩০ রান। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে।

    প্রথম দিনের খেলা পুরোটাই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। আজ শেষদিনের খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রুট। দুই দলের জন্যই বরাদ্দ করা হয়েছিল ৪৫ ওভার। শুরুটা ভালোই করেন বেন ডাকেট - হাসিব হামিদ। দুজনের একজনই হতে পারেন অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটির পার্টনার। ক্রিজে একসাথে ব্যাটিং করলেও লড়াইটা তাদের মাঝেও ছিল। সেই লড়াইয়ে হামিদকে হারিয়েছেন ডাকলেট, ৬৩ বলে ৫৯ রান খেলে নেমে গেছেন। হামিদ করেছেন ১৬ রান। অধিনায়ক রুটও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৯ বল খেলে সাব্বিরের বলে আউট হন তিনি। ৪৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাড়ায় ৩ উইকেটে ১৩৭ রান। সাব্বির একাই নিয়েছেন সব কয়টি উইকেট, ২৭ রান দিয়ে ৩ উইকেট পান এই স্পিনার।

    শুরুটা দারুন করেছিলেন শাহরিয়ার নাফিস- সৌম্য সরকার জুটি। নাফিসই ছিলেন বেশি আক্রমণাত্মক, ৭৯ বলে করেছেন ৫১ রান। সৌম্য ৯৬ বলে করেছেন ৩৩ রান। দুজনেই অবশ্য পরে নেমে গিয়ে অন্যদের সুযোগ করে দিয়েছেন। অধিনায়ক সাব্বির ক্রিজে নেমেই স্বভাবসুলভভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছেন। ৪টি বাউন্ডারি এবং ১ টি ছক্কায় ৪৫ বলে করেছেন ৩০ রান। মোসাদ্দেক হোসেন শূন্য রানেই ফিরেছেন গ্যারেথ ব্যাটির বলে। ৪৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে বিসিবি একাদশ। আলোর স্বল্পতার আগে নির্ধারিত সময়ের এক ওভার আগেই শেষ হয়ে যাচ্ছে খেলা।