• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    খুব শিগগিরই কুককে চান ব্রড

    খুব শিগগিরই কুককে চান ব্রড    

     

    নিরাপত্তা ইস্যুতে যখন ওয়ানডে অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ সফরে আসার ব্যাপারে দ্বিধায় ভুগছিলেন, সেই সময় টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার সবুজ সংকেত দেন। ওয়ানডে দলের সাথে বাংলাদেশে এসেছিলেন কুক, কিন্তু ১১ তারিখেই আবার দেশে ফিরে গিয়েছেন। স্ত্রী অ্যালিস হান্ট সন্তান সম্ভবা হওয়ায় সেই সিদ্ধান্ত নিতে হয়েছে। কবে ফেরত আসবেন এই ব্যাপারে এখনো নিশ্চিত করতে পারেননি কেউ। তবে স্টুয়ার্ট ব্রড বলেছেন, কুক দ্রুতই ফিরে আসবেন।

    কুকের অনুপস্থিতিতে প্রথম প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন জো রুট। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও খেলতে পারছেন না কুক। ইসিবি জানিয়েছে দ্রুতই সন্তানের জন্ম দেবেন অ্যালিস, তবে কুক কবে দলের সাথে যোগ দিবেন এই ব্যাপারে তারা নিশ্চিত না। ব্রড অবশ্য জানালেন দ্রুতই ফিরে আসবেন কুক, “ আমরা যতদূর জানি সে টেস্টের জন্য ফিরে আসবে। তার সাথে আমার আজ কথা হয়েছে। দ্রুত এখানে ফিরে আসার ব্যাপারে সে আশাবাদী।”

    কিন্তু স্ত্রী এবং নবজাতককে ফেলে কী খেলতে আসবেন কুক? এক্ষেত্রে দেশের চেয়ে পরিবারের গুরুত্বই বেশি বলে ভাবছেন ব্রড, “অবশ্যই পরিবার সবার আগে। যদি সেখানে খারাপ কিছু ঘটে তাহলে সে পরিবারের সাথেই থাকবে। তবে আমি নিশ্চিত, বৃহস্পতিবার সকালে টস করার জন্য মুখিয়ে আছে কুক।”

    আগামী ২০ অক্টোবর চট্টগ্রামে নিজের শততম টেস্ট খেলতে নামবেন ব্রড।