মজিদকে চিনলেন ব্রডরা
মনে মনে বোধহয় পণ করে নেমেছিলেন, চড়াও হয়ে খেলবেন ইংলিশ বোলারদের ওপর। স্টুয়ার্ট ব্রডের করা ম্যাচের প্রথম ওভারেই চার মেরে সেই ইচ্ছেটা জানান দিয়ে রেখেছেন বিসিবি একাদশের ওপেনার আব্দুল মজিদ। লাঞ্চের আগ পর্যন্ত দারুণ ব্যাটিং করে ৮৬ বলে ৯২ রান করেছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০৬ রান করে। বিসিবি একাদশকেও পৌঁছে দিয়েছেন শক্ত এক ভিত্তির ওপর।
ঢাকার ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছেন খুব বেশি দিন হয়নি। ২০১৪ সালের জাতীয় লিগে ৭ ম্যাচে ৬৯০ রান করে শুধু ঢাকা বিভাগকে শিরোপা জেতাতেই সাহায্য করেননি, ময়মনসিংহের তরুণ ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এ বছরের ঢাকা প্রিমিয়ার লিগে দেশ সেরা ব্যাটসম্যানদের টপকে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন আব্দুল মজিদ। যে সম্ভাবনা দেখে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাঁকে দলে নেওয়া তার পালে দুর্দান্ত হাওয়া লাগিয়েছেন ২৫ বছর বয়সী ওপেনার।
ব্যাট করতে নেমেছিলেন সৌম্য সরকারকে পাশে নিয়ে। আগের ম্যাচে সম্ভাবনার ঝলক দেখালেও এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সৌম্য। তাঁদের ৫১ রানের জুটি যখন ক্রিস ওকস, সৌম্যের সংগ্রহ তখন মাত্র ৪ রান! ওপেনিং জুটির মতোই ম্যাচজুড়ে দাপট দেখিয়ে গেছেন মজিদ। ক্রিস ওকসের করা ইনিংসের চতুর্থ ওভারের শেষ তিন বলে মেরেছেন টানা তিনটি চার। প্রায় সব কটি ওভারেই একটি-দুটি চার মেরে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের কপালের ঢেউ বাড়িয়ে তুলেছেন তিনি। স্পিনার গ্যারেথ ব্যাটির বলে মেরেছেন নিজের একমাত্র ছক্কাও।
ব্যাটিংয়ের সময়ই ভুগছিলেন ক্র্যাম্পে। সেটা নিয়েই লাঞ্চে যান। তারপর টিম ম্যানেজমেন্ট আর ব্যাটিংয়ে পাঠায়নি মজিদকে। পরে অবশ্য আবারও নেমেছেন, স্টিভ ফিনকে চার মেরে সেঞ্চুরিও পেয়েছেন। শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন ১০৬ রানে।