টেস্ট দলে ডাক পেলেন মিরাজ-রাব্বি
কেমন হবে চট্টগ্রামের জন্য বাংলাদেশের টেস্ট দল? গুঞ্জন শোনা যাচ্ছিল, তরুণ মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়ে যেতে পারেন। সেই গুঞ্জনই সত্যি হয়েছে, দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের এই অধিনায়ক। মিরাজ মূলত অলরাউন্ডার হলেও দলে সুযোগ পেয়েছেন স্পিনার হিসেবেই। স্পিনার হিসেবেই জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরীও।
পেসারদের মধ্যেও একটু চমক আছে। অভিষেকের অপেক্ষায় থাকা কামরুল ইসলাম রাব্বী ডাক পেয়েছেন দলে। শফিউলও আছেন তাঁর সঙ্গে, দলে জায়গা পাননি আল আমিন। চোটের জন্য বাইরে আছেন শহীদ। উইকেটকীপার হিসেবে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহানও। লিটন দাশ এখনও ফিটনেসের সমস্যা কাটিয়ে না ওঠায় তাঁকে রাখা হয়নি।
বাঁহাতি স্পিনার হিসেবে ডাক পেয়েছেন তাইজুল। ফর্মে না থাকলেও সৌম্য সরকার আছেন দলে। ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সাব্বির।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী।