দ্বিতীয় দিনে প্রাপ্তি তানভীর
প্রথম ম্যাচের মতোই ড্র হয়েছে ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও। গতকাল ম্যাচের প্রথমদিনে বিসিবি একাদশের প্রাপ্তি যদি হয় ওপেনার আব্দুল মজিদের দুর্দান্ত সেঞ্চুরি তবে আজ সেটা তানভীর হায়দারের লেগস্পিন। ৫৩ রানে ৪ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন রংপুরের এই অলরাউন্ডার। বিসিবি একাদশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ৩৮ রানে পিছিয়ে থেকে অল আউট হয়েছে ইংল্যান্ড।
গতকালের অপরাজিত ইংলিশ দুই ওপেনার দারুণ সূচনাই এনে দিয়েছিল ইংল্যান্ডকে। ৫৭ রান করে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা হাসিব হামিদ ও ৬০ রান করে বেন ডাকেট অবসর নিলে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় বিসিবি একাদশের বোলাররা। ২৪ রানের ভেতর জো রুট, জনি বেইরস্টো ও জস বাটলারকে ফিরিয়ে দেন তানভীর। ১১৪ রানে ১ উইকেট থেকে ইংল্যান্ড পরিণত হয় ১৩৯ রানে ৪ উইকেটে। বেন স্টোকস একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু শুভাশীষ রায়ের বলে বোল্ড হলে ২৫ রানেই থেমে যায় তাঁর ইনিংস।
শেষ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে একপ্রান্ত আগলে ছিলেন গ্যারি ব্যালেন্স। ৩৬ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটসম্যান। শেষ দিকে ৩৯ বলে ২৩ রান করে তাঁকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ক্রিস ওকস। কিন্তু সেই তানভীরের বলে বোল্ড হলে থেমে যায় সে জুটি। একাদশ ব্যাটসম্যান গ্যারেথ ব্যাটিকে বোল্ড করে ম্যাচে নিজের প্রথম উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ।
বিসিবি একাদশের চেয়ে ৩৮ রান কম করা ইংল্যান্ডের ব্যাটিং হয়তো খানিকটা আশা যোগাবে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দলে থাকা বাংলাদেশি বোলারদের।