• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    তাহলে কী মুশফিকের হাতেই গ্লাভস?

    তাহলে কী মুশফিকের হাতেই গ্লাভস?    

    বাংলাদেশের সর্বশেষ দুই টেস্ট সিরিজে দল সামলালেও উইকেটের পেছনে ছিলেন না মুশফিকুর রহিম। ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের মতো খেলছেন পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে। আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন আবারও বাংলাদেশের হয়ে কিপিং গ্লাভস পরতে চান তিনি। 

    গত বছর ভারতের বিপক্ষে এক টেস্টের সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের, কোনোটাতেই বাংলাদেশের হয়ে উইকেটের পেছনে দাঁড়াননি মুশফিকুর রহিম। তাঁর বদলে সে তিন টেস্টে বাংলাদেশের উইকেটকিপার হিসেবে খেলেছেন লিটন দাস। আজ সংবাদ সম্মেলনে সে সময় কিপিং না করার কারণ ব্যাখ্যা করেছেন ৪৮টি টেস্ট খেলা বাংলাদেশ অধিনায়ক, “আমার কিপিং না করার একটাই কারণ ছিল। আমার আঙুলে ব্যথা ছিল। সেই ব্যথা নিয়ে ১০-১২ বা ২০-৫০ ওভার কিপিং করা যায়, কিন্তু ৯০ ওভার করা কঠিন ছিল।”

    এখন সম্পূর্ণ ফিট বাংলাদেশ অধিনায়ক। তবে কিপিংয়ে ফেরা না ফেরাটা ছেড়ে দিলেন টিম ম্যানেজমেন্টের ওপর, “টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে অবশ্যই কিপিং করব। আমি কিপিং করে ২০০ রানও করেছি, শুন্য রানও করেছি। এটা আসলে আমার ওপর কোনো প্রভাব ফেলে না।”

    দলে বিকল্প উইকেটকিপার হিসেবে আছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলা এই তরুণের সম্ভাবনা আছে এই সিরিজেই টেস্ট অভিষেক হওয়ার। নির্বাচকরা সোহানের ওপর আস্থা রাখলে সেটাকে স্বাগতই জানাবেন বলেছেন মুশফিক, “টিম ম্যানেজমেন্ট যদি মনে করে কিপিং করে দলকে হেল্প করতে পারব, তাহলে সেটাই করব। আর যদি মনে করে আমি টিমে না থাকলে টিম ভালো করবে, তাহলে তো আরও ভালো। কোনো সমস্যা নেই।”