পাঁচবার জীবন পেয়ে অবশেষে আউট মঈন!
কী এক আশ্চর্য জাদুর বর্মে নিজেকে বেঁধেছিলেন মঈন আলী! কোনোভাবেই আউট হচ্ছিলেন না। পাঁচবার রিভিউয়ের শিকার হয়েও হয়েও যমের দুয়ারে কাঁটা দিয়ে দিব্যি ব্যাট করে যাচ্ছিলেন ইংলিশ অলরাউন্ডার। ্তবে শেষ পর্যন্ত আউট হয়েছেন তিনি। ৬৮ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়েছেন মঈন। ফলে ভেঙ্গেছে তাঁর সঙ্গে জনি বেইরস্টোর ৮৮ রানের জুটি।
অথচ শুরুতে কোনোভাবেই আউট হচ্ছিলেন না মঈন। তাইজুল ইসলামের করা ২৪তম ওভারের চতুর্থ বল। আট রানে অপরাজিত মঈন আলীর পায়ে বল লাগতেই সমস্বরে আবেদন করে উঠলো বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আউট দিলেন না আম্পায়ার ক্রিস গ্যাফানে। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম নিলেন রিভিউ। তাতে নট আউট মঈন।
দুই ওভার পরেই সাকিব আল হাসানের বলে আবারও এলবিডব্লুর আবেদন মঈন আলীর বিপক্ষে। এবার আঙুল তুলে দিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। আবারও রিভিউ নিলেন মঈন। টিভি রিপ্লেতে দেখা গেল প্যাডে আঘাত করার আগে ব্যাটের নিচের অংশ ছুঁয়ে গেছে বল। দ্বিতীয়বারের মতো প্রাণ পেলেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
লাঞ্চের পর প্রথম ওভার শুরু করেন সাকিব।ব্যাটসম্যান সেই মঈন। দ্বিতীয় বলেই এলবিডব্লুর আবেদন। বিনা দ্বিধায় আঙুল তুলে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তৃতীয়বারের মতো রিভিউ নিলেন মঈন আলী। দেখা গেল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে বল। বেঁচে গেলেন মঈন।
এক বল পরে আবারও মঈনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করলেন সাকিব। ছয় বলে তৃতীয়বারের মতো আঙুল তুললেন আম্পায়ার ধর্মসেনা। সঙ্গী জো রুটের দিকে তাকিয়ে রিভিউ নিলেন মঈন। ধর্মসেনাকে লজ্জায় ফেলে প্রমাণিত হলেন নট আউট।
৪৮তম ওভারে পঞ্চমবারের মতো রিভিউয়ের ফাঁড়া এড়ান মঈন। মেহেদী হাসান মিরাজের বলে মঈনের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার ক্রিস গ্যাফানে জানান নট আউট মঈন। কিন্তু মঈন আলীকে আউট করতে মরিয়া বাংলাদেশ কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় শেষ রিভিউটাকে। এবারও দেখা যায় ক্রিস গ্যাফানে সঠিক। আউট হননি মঈন আলী। ইংলিশ অলরাউন্ডারের কই মাছের প্রাণ দেখে হতাশ তামিম ইকবালকে দেখা গেল আকাশের দিকে চেয়ে দোয়া চাইতে।
অবশ্য এই মঈন আউট হতে পারতেন আগেই। ১৬তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে মঈনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করা হলেও তাতে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্যাফনে। পরে টিভি রিপ্লেতে দেখে গেছে আউট ছিলেন মঈন। অথচ সেবারই রিভিউ নেননি বাংলাদেশ অধিনায়ক।
লাঞ্চের পর মঈনের আউট/নট আউটের লুকোচুরি দেখে বিমোহিত হয়েছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। লাঞ্চের পর টেস্টে এমন ঘটনাবহুল প্রথম ওভার যে কখনো দেখেননি জানিয়েছেন টুইট করে। তবে মজার মন্তব্য করেছেন এক টুইটার ব্যবহারকারী। ডিআরএসকে বলেছেন “ধর্মসেনা রিভিউ সিস্টেম”!