• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাংলাদেশের মেহেদী-রাঙা দিন

    বাংলাদেশের মেহেদী-রাঙা দিন    

    এমন অভিষেকের স্বপ্ন বোধহয় গতকাল রাতেও দেখেননি মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাস্তব অনেক সময় স্বপ্নের চেয়েও রোমাঞ্চকর। যার পরতে পরতে লুকিয়ে থাকে এমন সব বিস্ময়, যা দেখে রীতিমতো হাঁ হয়ে যেতে হয়। ১৮ বছর বয়সী অলরাউন্ডারের টেস্ট অভিষেকটা হলো এমন বিস্ময় মাখানো যা দেখে তাঁকে চিনেছে পুরো ক্রিকেট বিশ্ব। ৬৪ রানে ৫ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের করে নিয়েছেন এই অফ স্পিনার। ২৫৮ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।

    অভিষেকে দারুণ বোলিং করে অনেকগুলো রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে পেয়েছেন অভিষেকে পাঁচ উইকেট। টেস্টের প্রথম ইনিংস ধরলে অবশ্য কৃতিত্বটা আরো বড়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সেরা বোলিংয়ের এটাই বাংলাদেশি রেকর্ড। বয়সের হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়া কনিষ্ঠতম বাংলাদেশি বোলারও তিনি।

    বাংলাদেশ অনুর্ধ্ব- ১৯ দলের অধিনায়কের অভিষেকটা সহজ ছিল না। সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক ম্যাচেই সামনে ছিল শক্তিমান ইংলিশ ব্যাটিং লাইন আপ। কিন্তু জ্বলে ওঠার জন্য বড় মঞ্চটাকেই বেছে নিলেন তিনি। দিনটাকেও করে নিলেন নিজের। বেন ডাকেটকে বোল্ড করে ইংল্যান্ডের প্রথম উইকেটটা নিয়েছিলেন মিরাজ। জনি বেইরস্টোকে আউট করে নিয়েছেন দিনের শেষ উইকেটটাও। মাঝে নিয়েছেন জো রুট, গ্যারি ব্যালান্স ও গলার কাঁটা হয়ে দাঁড়ানো মঈন আলীর উইকেট।

    পাঁচবার রিভিউয়ের দোলনায় দুলে প্রতিবারই বেঁচে গিয়ে বাংলাদেশের অস্বস্তি ভীষণ বাড়িয়ে দিয়েছিলেন মঈন আলী। জো রুটের সঙ্গে ৬২ ও বেইরস্টোর সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে ঠেকিয়েছেন নিজেদের ব্যাটিং ধস। শেষ পর্যন্ত যখন মনে হচ্ছিল বোধহয় অমরত্বের আরক পান করে ব্যাট করতে নেমেছেন মঈন আলী ঠিক তখনই মুশফিকের ক্যাচ বানিয়ে তাঁকে ফিরিয়ে দেন মিরাজ।

    দারুণ বল করেছেন সাকিব আল হাসানও। ১৯ ওভার বল করে ৪৬ রান করে নিয়েছেন অ্যালিস্টার কুক ও বেন স্টোকসের উইকেট দুটি। ভালো বল করলেও উইকেট পাননি তাইজুল ইসলাম।

    ৭৪ রানে ৬ উইকেট নিয়ে টেস্ট অভিষেকে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড সোহাগ গাজীর। আজ যেভাবে বল করেছেন মিরাজ, সে রেকর্ডটা কাল ভেঙে গেলে অবাক হওয়ার জো থাকবে না।