• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    মিরাজের পর মঈন

    মিরাজের পর মঈন    

    দিনের প্রথম বলেই তাইজুল ইসলামের আঘাত! আউট আগের দিনে ৩৬ রানে অপরাজিত ক্রিস ওকস। বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনের সূচনাটা এরচেয়ে ভালো আর হতে পারত না। আগের দিনের ২৫৮ রানের সঙ্গে আর মাত্র ৩৫ রান যোগ করে ২৯৩ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। ব্যাটের মতো বল হাতেও বাংলাদেশকে ভোগাচ্ছেন মঈন আলী। জোড়া আঘাতে ইমরুল কায়েস ও মুমিনুল হককে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে পরিণত করেছেন ২ উইকেটে ২৯।

    কাল ভালো বল করলেও উইকেট জোটেনি তাইজুলের কপালে। সেজন্য হয়তো আজ প্রথম বলেই উইকেট নিয়ে সেটা পুষিয়ে দিতে চাইলেন। শর্ট লেগে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রিস ওকস। এরপর সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন আদিল রশিদকে। তবে শুরুর মতো ইংল্যন্ডের শেষ উইকেট হিসেবে স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়েছেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। ৮০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ১৮ বছর বয়সী তরুণ।

    ব্যাটিংয়ের ফর্মটা বল হাতেও নিয়ে গেছেন মঈন আলী। মাত্র পাঁচ বল করে নিয়েছেন দুটি উইকেট। লাঞ্চের আগে ইনিংসের চতুর্দশ ওভারে বল করতে আসেন মঈন। নিজের প্রথম বলেই স্পিন জাদুতে বোল্ড করেন ইমরুল কায়েসকে। পঞ্চম বলে গালিতে বেন স্টোকসের ক্যাচ বানিয়ে ফেরান মুমিনুল হককে। ২৯ রানের ওপেনিং জুটির পর হঠাৎ করেই পথ হারানোর উপক্রম বাংলাদেশের।.৭ রানে পরাজিত আছেন তামিম ইকবাল।