• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    নিজেদের জয় দেখছেন বেয়ারস্টো

    নিজেদের জয় দেখছেন বেয়ারস্টো    

    ৬২ রানে ৫ উইকেট থেকে দিনশেষে ৮ উইকেটে ২২৮। ইংল্যান্ডের ত্রানকর্তার ভূমিকায় বেন স্টোকসের (৮৫) সঙ্গী হয়েছিলেন জনি বেয়ারস্টো (৪৭)। তৃতীয় দিনের খেলা শেষে ২৭৩ রানে এগিয়ে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্ট জয়ের জন্য এটুকুই যথেষ্ট মনে করছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

     

     

    স্কাইস্পোর্টসের সাথে আলাপচারিতায় বেয়ারস্টো এমন মতামত দেন, “আমার মনে হয় আমরা যথেষ্টই করে ফেলেছি। কাল সকালে লিডটা আরও যতোটা সম্ভব বাড়িয়ে নেয়াই হবে লক্ষ্য।”

     

    আর সে কাজের জন্য উইকেটে থাকা দুই টেল এন্ডারের উপরই ভরসা রাখছেন তিনি, “দু’জনই (ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড) যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। কাল সকালে তাই এই দু’জনের মাধ্যমে আমরা যতোটা সম্ভব বেশী সময় টিকে থাকতে চাই।”

     

    এরপর বল হাতে বাংলাদেশকে কাবু করার জন্য নিজেদের বোলিং লাইন আপে পর্যাপ্ত বিকল্পে আস্থা রাখার কথাও বলছেন বেয়ারস্টো।

     

    চট্টগ্রামে দু’ ইনিংসেই রান পেয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশী টেস্ট রানের মালিক এখন তিনিই (১০৯১)।