• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাড়তি স্পিনার খেলাবে ইংল্যান্ড?

    বাড়তি স্পিনার খেলাবে ইংল্যান্ড?    

    টেস্ট ম্যাচের পাঁচটা দিনই এমন উত্তেজনায় ঠাসা থাকতে পারে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যেন সেটাই দেখিয়ে দিলো আরও একবার। শেষ পর্যন্ত পেসাররাই ইংলিশদের ২২ রানের জয়টা এনে দিলেও এমন উইকেটে একজন বাড়তি স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইক আথারটন। ঢাকায় দ্বিতীয় টেস্টের উইকেটও এমনই হলে দলে চার নম্বর স্পিনারের অন্তর্ভুক্তি অবশ্যম্ভাবীই দেখছেন এই ক্রিকেট বিশ্লেষক।

     

    ঢাকা টেস্টের পরই ভারতে পাঁচ টেস্টের সিরিজ। উপমহাদেশীয় কন্ডিশনে এমন লম্বা সফরে একজন বাড়তি স্পিনার যে কোনো পরিস্থিতিতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠতে পারেন। আর তাই অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার জাফর আনসারি প্রথম টেস্ট ক্যাপটা মিরপুরেই পেয়ে যেতে পারেন বলে ধারণা আথারটনের, “এই কন্ডিশনে আমাদের আরও ছয়টি টেস্ট খেলতে হবে সামনে। বারবার তো পেসারদের পক্ষে স্পিনারদের দায়িত্বটা কাঁধে তুলে নেয়া সহজ হবে না। সে কারণে ঢাকাতেও এমন পিচ হলে জাফর আনসারিকে বাজিয়ে দেখতেই পারে দল।”

     

     

    ভারত সফরের আগে দলের বোলিং আক্রমণের সবরকম শক্তি পরখ করে নেয়ার স্বার্থেই উইকেট বিবেচনায় জাফরকে ঢাকা টেস্টের দলে চান আথারটন। স্কোয়াডে থাকা দুই পেসার স্টিভ ফিন ও জ্যাক বলের সাথে ভারত সফরে যোগ দেবেন আরেক পেসার জেমস অ্যান্ডারসন। সব মিলিয়ে বোলিংয়ে ইংলিশদের হাতে যথেষ্ট বিকল্পই থাকছে। আর সেটার সদ্ব্যবহার করে ঘুরিয়েফিরিয়ে বোলারদের সুযোগ দেয়ার কথা বলছেন চলতি সিরিজে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক।