• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    চার স্পিনার নিয়ে নামল বাংলাদেশ

    চার স্পিনার নিয়ে নামল বাংলাদেশ    

    মঈন আলিকে সপ্তম ওভারে আনলেন অ্যালেস্টার কুক। আদিল রাশিদের সংগে আছেন অভিষিক্ত জাফর আনসারি। আর জো রুটের স্পিন ধরলে চারজন স্পিনার ইংল্যান্ড দলে, সংগে ক্রিস ওকস, স্টিভেন ফিন ও বেন স্টোকসের পেস নিয়ে মিরপুর টেস্টে প্রথমে ফিল্ডিংয়ে ইংল্যান্ড।

    বাংলাদেশ দলে পেসের এতো বালাই নেই, আগের ম্যাচে অভিষিক্ত হওয়া কামরুল ইসলামই সবেধন নীলমণি। আগের টেস্ট থেকে পরিবর্তন একটিই, দলে এসেছেন আরেক স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। তাইজুল, সাকিব, মেহেদী, সংগে যদি সাব্বির, মাহমুদুল্লাহর ‘বোলিং’ ধরলে রীতিমতো স্পিনারদের ছড়াছড়ি। চট্টগ্রামের মতো এখনও টার্ন নেই মিরপুরের উইকেটে তবে প্রথমেই ইমরুলের উইকেট হারিয়ে পড়া চাপটা কাটানোর চেষ্টা করছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। মুশফিকুর রহিমের টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে একটা বড় জুটি তো গড়তেই হবে!  এই প্রতিবেদন লেখা পরযন্ত তামিম ও মুমিনুল অবশ্য স্বচ্ছন্দই ছিলেন, তুলে ফেলেছিলেন ৫১ রান।