• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    নিজের রেকর্ডটা ভাঙতে পারলেন না তামিম

    নিজের রেকর্ডটা ভাঙতে পারলেন না তামিম    

    দুই ইনিংসের শুরুতে কী অমিল! অথচ তাতেই নিজের সাড়ে ছয় বছর আগের একটা কীর্তির কাছাকাছি চলে গিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে টেস্টের প্রথম ইনিংসে লাঞ্চের আগে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা সেবারই লিখিয়েছিলেন। কী কাকতালীয়, সেই ইংল্যান্ডের সঙ্গেই আজ দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড লিখলেন তামিম।

    সাড়ে ছয় বছর আগের মিরপুরের ওই দিনটা তামিম হয়তো কখনোই ভুলবেন না। ক্রিকেট ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রথম দিনে লাঞ্চের আগে সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনাও তো জাগিয়েছিলেন! কিন্তু ৭১ বলে ৮৫ রান করার পর যখন আউট হয়ে যান, প্রথম সেশনের বাকি আরও সাত ওভার! প্রথম দিন লাঞ্চের আগে ওটাই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে আছে।

    তামিমের শুরুটা হয়েছিল সেবার দুর্দান্ত। স্টুয়ার্ট ব্রডকে দিনের প্রথম বলেই চার মেরে জানান দিয়েছিলেন, সেদিন কিছু একটা হতে যাচ্ছে। মাত্র ৩৪ বলেই পেয়ে গিয়েছিলেন ফিফটি। টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে সেঞ্চুরির কীর্তি আছে মাত্র চারজনের। সর্বশেষ করেছিলেন মাজিদ খান, ১৯৭৭ সালে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভিক্টর ট্রাম্পার, চার্লস ম্যাকার্টনি, ডন ব্র্যাডম্যান ও মাজিদ খানের পাশে তামিমের বসাটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু মাত্র ৫৪ বলে ৮০ করে ফেলার পর একটু গুটিয়ে যান তামিম। শেষ পর্যন্ত ট্রেডওয়েলের বলে ৮৫ রান করে আউট হয়ে যান।

    আরেকবার ইংল্যান্ড, আরেকবার মিরপুর। আজকের শুরুটা অবশ্য হলো অন্যরকম। প্রথম ১৯ বলে কোনো রান পাননি, উইকেটেও ঠিক স্বচ্ছন্দ ছিলেন না। কিন্তু ২০তম বলে সেই যে গেরো কাটালেন, এরপর তামিমের ব্যাট যেন খাপখোলা তলোয়ার। শেষ পর্যন্ত ৬০ বলেই পেয়ে গেছেন ফিফটি। লাঞ্চের আগে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৮ রান করে।

    বাংলাদেশের হয়ে প্রথম সেশনে সবচেয়ে বেশি রানে সবার ওপরের দিকে আছেন হাবিবুল বাশারও। সেটা অবশ্য আজ থেকে প্রায় ১৩ বছর আগে, করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে। ইনিংসের চতুর্থ ওভারেই আউট হয়ে গিয়েছিলেন জাভেদ ওমর। প্রথম দুই বল ডটের পর টানা দুই বলে চার মেরে শুরু করেছিলেন বাশার। ৪৯ বলেই পেয়ে যান ফিফটি, লাঞ্চের আগে অপরাজিত ছিলেন ৬৩ রান করে। কিন্তু লাঞ্চের ঠিক পরেই ৭১ রানেই ফিরে গিয়েছিলেন সুমন।

    প্রথম দিন লাঞ্চের আগে বাংলাদেশের হয়ে ফিফটি করে ফেলার রেকর্ড আরও আছে। তবে সবচেয়ে বেশি রানের তালিকায় এই তিনটি ইনিংসই দেখাচ্ছিল আরও বড় কিছুর আশা!