ম্যাক্সওয়েল আমাদের হতাশ করেছে : স্মিথ
মন্তব্যটা করে হয়তো ভালোমতোই ফেঁসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ঘরোয়া লিগের দল ভিক্টোরিয়ায় নিজের ব্যাটিং পজিশন নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন গত সপ্তাহে, এর ফলে জরিমানাও গুণতে হচ্ছে। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেম্যান ভীষণ চটেছিলেন তাঁর ওপর। এবার অজি অধিনায়ক স্টিভ স্মিথও কড়া ভাষাতেই সমালোচনা করলেন ম্যাক্সওয়েলের।
ম্যাক্সওয়েল বলেছিলেন, ভিক্টোরিয়া দলের উইকেটকিপার ম্যাথু ওয়েডের পরে সাত নম্বরে ব্যাট করার কারণেই নাকি নিজের ব্যাটিংয়ের উন্নতি করতে পারছেন না! তাঁর এই মন্তব্য চমকে দিয়েছিল সবাইকে। এরকম কথা বলে ওয়েডকে অসম্মানই করেছেন বলে মনে করেন স্মিথ, “ তার ওই মন্তব্যে সবাই হতাশ। আমি তাকে এবং দলের বাকি সবাইকে এই ব্যাপারে বলেছি। আমাদের কাছে সম্মানের মূল্য অনেক বেশি, সতীর্থদের জন্য সম্মান, প্রতিপক্ষ, ভক্ত এবং সংবাদমাধ্যমের জন্য সম্মান। আমার মনে হয় সে যেটা বলেছে সেটা তার সতীর্থ এবং ভিক্টোরিয়ান অধিনায়কের জন্য খুবই অসম্মানজনক। দলের নীতিনির্ধাকরা তাকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েডের মতো আমিও তার মন্তব্যে খুব বেশি হতাশ।”
তবে এসব ভুলে সামনের দিকেই তাকাতে চান স্মিথ, “ম্যাক্সওয়েল নিজেও তার ওই মন্তব্যের পরে বিমর্ষ হয়ে আছে। আমার মনে হয় না কথাগুলো সে ওভাবে বলতে চেয়েছিল। আমরা এখন এসব পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আমরা নিজেদের হতাশার কথা জানিয়েছি এবং তাকে জরিমানাও করা হয়েছে। আমরা কালকের ম্যাচের দিকেই মনযোগ দিচ্ছি।” আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে।
সাবেক অজি ফাস্ট বোলার মিচেল জনসন কিন্তু ম্যাক্সওয়েলের পক্ষেই আছেন। নিজের টুইটে ম্যাক্সওয়েলের ওপর আরোপিত জরিমানার সমালোচনাও করেছেন, “তাঁকে জরিমানা করা হয়েছে! একজন ব্যাটসম্যান হিসেবে সে উইকেটকিপারের আগে ব্যাট করতেই পারে। সে তো সত্যি কথাটাই বলছিল তাই না?”
এদিকে জরিমানা করা করলেও আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাক্সওয়েলকে দলের নেয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। শেষবার শ্রীলংকা সফরে টি-টোয়েন্টিতে ৬৪ বলে ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। তবে এরপর আর অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি।