• " />

     

    কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন শ্যাপোকোইন্স

    কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন শ্যাপোকোইন্স    

    প্রস্তাবটা এসেছিল অ্যাটলেটিকো ন্যাশিওনালের পক্ষ থেকেই। কলম্বিয়ার সেই বিমান দুর্ঘটনার পরই শ্যাপোকোইন্সকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন করার অনুরোধ করেছিল ক্লাবটি। এবার তাদের সাথে একাত্মতা ঘোষণা করে শ্যাপোকোইন্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করল দক্ষিণ আমেরিকা ফুটবলের গভর্নিং কমিটি 'কনমেবল'। একই সাথে টুর্নামেন্ট সেরার প্রাইজমানি হিসেবে ২ মিলিয়ন ডলার নিহত ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের পরিবারকে দেওয়া হবে। এদিকে অ্যাটলেটিকো ন্যাশিওনালকে সৌহার্দমূলক আচরণের জন্য ১ মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে দিয়েছে কনমেবল।

    গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কনমেবল জানায়, বিমান দুর্ঘটনায় নিহত ফুটবলারদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়েছে, “শান্তি এবং সৌহার্দপূর্ণ ফুটবলের চেয়ে কনমেবলের কাছে কোনোকিছুই গুরুত্বপূর্ণ নয়। অ্যাটলেটিকো ন্যাশিওনাল তাঁদের ভাইদের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে সেটিকে সম্মান করেই এই সিদ্ধান্ত।”

     


    গত শনিবারই এই ব্যাপারে সাংবাদিকদের কিছু আভাস দিয়েছিলেন শ্যাপোকোইন্সের ভারপ্রাপ্ত সভাপতি ইভান টোজ্জো, “ কনমেবল আমাদের জানিয়েছে তাঁরা শ্যাপোকোইন্সকে কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন ঘোষণা করতে চায়। আমরা সবার কাছ থেকেই সহায়তা পাচ্ছি। আমাদের বর্তমানে একটাই লক্ষ্য, দলকে নতুন করে গোছানো।”

    চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী কোপা লিবারতাদোরেসে সরাসরি খেলার সুযোগ পেল শ্যাপোকোইন্স। আগামী বছর ওই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ন্যাশিওনালের বিপক্ষে সুপারকোপা সুলআমেরিকানা ট্রফির জন্য খেলবে ক্লাবটি। যেই অ্যাটলেটিকোর বিপক্ষে খেলতে গিয়েই এই দুর্ঘটনা, তাঁদের বিপক্ষে মাঠে নামাটা খুবই আবেগঘন ব্যাপারই হবে।

    এদিকে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, আগামী বছরের জানুয়ারির শেষের দিকে ব্রাজিল জাতীয় দল কলম্বিয়া জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে শ্যাপোকোইন্সের নিহত ফুটবলারদের স্মরণে। ম্যাচটি হতে পারে ব্রাজিলের মারাকানা অথবা শ্যাপোকোইন্সের মাঠে। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ শ্যাপোকোইন্সকে দেওয়া হবে।