• " />

     

    ফুটবল ক্লাব কিনতে চান? ১০০ টাকা থেকে শুরু !

    ফুটবল ক্লাব কিনতে চান? ১০০ টাকা থেকে শুরু !    

    অনলাইনে জিনিসপত্র কিনতে গিয়ে হুট করে আপনার চোখে পড়ল, আস্ত একটি ফুটবল ক্লাবের বিক্রির বিজ্ঞাপন! কিছু বুঝে ওঠার আগেই যদি দেখেন, সেই ক্লাবের বিক্রয়মূল্য শুরু হয়েছে মাত্র ০.৯৯ পাউন্ডে, তাহলে তো রীতিমতো তব্দা খেয়ে যাওয়ার কথা। গতকাল জনপ্রিয় অনলাইন বিক্রয় সাইট ‘ই-বে’তে ঘটেছে এমনই এক মজার কাণ্ড। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ক্লাব বাসিংস্টোক টাউনের ‘নিলামের’ বিজ্ঞপ্তি দিয়ে হইচই ফেলে দিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।

     

    কিন্তু কেন এইভাবে নিলামের আহবান করা হলো? জানা যায়, প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করার পর সরে দাঁড়াচ্ছেন ক্লাবটির চেয়ারম্যান রাফি রাজ্জাক। নতুন মালিকের সন্ধানেই এরকম বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানান ক্লাবের সাবেক পরিচালক সাইমন হুড, “বিশ্বের সবার জানা দরকার ক্লাবটি বিক্রি হচ্ছে। যদি আমরা ক্রেতা না পাই, তাহলে জানি না ক্লাবের কী হবে। এটা মুহূর্তেই থমকে যেতে পারে। ক্লাবের অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। পুরো বিশ্বকে বিক্রির কথা জানিয়ে আমরা এটাকে ধরে রাখতে চাই।”

     

    ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়া বাসিংস্টোক টাউন কিছুদিন ধরেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। দেনা জমে গিয়েছে প্রায় ২ মিলিয়ন ইউরোর মতো! শহরের আরেক প্রান্তে ৫ হাজার দর্শক ধারনক্ষমতা সম্পন্ন আরেকটি স্টেডিয়াম এবং ট্রেনিং গ্রাউন্ড তৈরির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ হয়ে গিয়েছিল এই বছরের জানুয়ারিতেই। ওই সময় থেকেই ক্লাব চেয়ারম্যান রাজ্জাকের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছিল।

     

    এদিকে বিক্রির জন্য দেয়া বিজ্ঞাপনে ক্লাবের নামের পাশে লেখা ছিল ‘ব্যবহৃত’! সাথে আরও বলা ছিল, এটায় নাকি প্রসাধনী সামগ্রীর চিহ্নও থাকতে পারে, এবং সেটা শুধুমাত্র সংগ্রহে রাখার জন্য! তবে পাঁচ ঘণ্টা পরেই নিলাম বন্ধ করে দেয়া হয়। ততক্ষণে৬৬ হাজার পাউন্ড পর্যন্ত উঠেছিল ক্লাবটির দাম। আগামী ১৩ ডিসেম্বরের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কে হবেন ক্লাবটির নতুন মালিক।

     

    বাসিংস্টোক টাউন অবশ্য অনলাইনে নিলামে ওঠা প্রথম ক্লাব নয়। ২০০৯ সালের জুলাইয়ে আরেক ইংলিশ ক্লাব ট্রানমেরে রোভার্সও নিলামে উঠেছিল, প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ১০ মিলিয়ন ডলার। পড়ে অবশ্য বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। এই বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ান রাগবি খেলোয়াড় রায়ান ম্যাকগোল্ডরিক অনলাইনে নিজের শরীরের বিভিন্ন অংশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। যদিও সাইটের নিয়ম ভঙ্গের অভিযোগে বিজ্ঞাপনটি পরবর্তীতে সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।