সেই দানিলোই এবার ব্রাজিলের বর্ষসেরা
তাঁর দুর্দান্ত এক সেভেই কোপা সুদামেরিকানার ফাইনালে পৌঁছে গিয়েছিল শ্যাপোকোয়েন্স। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ফাইনালে আর মাঠে নামা হয়নি। কলম্বিয়া যাওয়ার পথেই সতীর্থদের সাথে বিমান দুর্ঘটনায় পরপারে চলে যেতে হয় গোলকিপার দানিলোকে। শ্যাপোকোইন্সকে এরই মাঝে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এবার মরণোত্তর সম্মাননা হিসেবে ব্রাজিলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন দানিলো। দর্শকের ভোটে জয়ী হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন তিনি।
ইন্টারনেটে হওয়া এক জরিপে ৪৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন দানিলো। রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করতে আসেন দানিলোর মা ইলাইদেস পাদিলহা। ছেলের এই অর্জনে গর্বিত তিনি, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাদের অনেক বেশি ভালোবাসা এবং সহমর্মিতা দেখিয়েছে। প্রার্থনা করি শ্যাপোকোয়েন্সের ভবিষ্যৎ যোদ্ধারা তাঁদের পূর্বসূরিদের মতই হবে।”
এদিকে ক্রীড়া লেখকদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল হেসুস। সেরা কোচ হয়েছেন অ্যালেক্সিস স্টিভাল। বছরের সেরা দলের ৭ জনই বিখ্যাত ক্লাব সাও পাওলোর।