• " />

     

    শেবাগকেই বেশি ভয় পেতেন ইনজামাম

    শেবাগকেই বেশি ভয় পেতেন ইনজামাম    

    তাঁর ব্যাটিং আগ্রাসনের সামনে পড়েননি এরকম বোলার ওই সময়ে খুঁজে পাওয়া দুষ্কর। নিজের সেরা সময়ে প্রতিপক্ষের কাছে রীতিমতো আতংকের নাম ছিলেন বীরেন্দর শেবাগ। আর পাকিস্তানকে পেলে তো কথাই নেই, তাদের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলতে বরাবরই বেশি পছন্দ করতেন। সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম-উল-হক এবার বললেন, শেবাগই তাঁর দেখা সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান।

    শেবাগ ব্যাটিংয়ে নামলে অধিনায়ক হিসেবে একটু উদ্বিগ্নই হয়ে পড়তেন ইনজি, “শেবাগ খুবই ভয়ানক ব্যাটসম্যান ছিল। কারণ সে যখন ৮০ রানের বেশি করত, দল তখনই ৩০০ রানের বেশি করে ফেলত টেস্ট অথবা ওয়ানডে তে। সে যত বেশি সময় ক্রিজে থাকতো, বোলারদের মনোবল তত বেশি ভেঙ্গে পড়ত, যা অধিনায়ক হিসেবে আমার জন্য দুশ্চিন্তার বিষয় ছিল।”

     

     

     

    ২০০৪ সালের পাকিস্তান সফরে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শেবাগ, মুলতানের মাটিতে খেলেছিলেন ৩০৯ রানের অতিমানবীয় সেই ইনিংসটি। এই ইনিংসের জন্যই সেবার ‘মুলতানের সুলতান’ খেতাব পান। ওই সিরিজেও অধিনায়ক ছিলেন ইনজামাম। শেবাগের টেস্ট ক্যারিয়ার গড় যখন ৪৯.৩৪, পাকিস্তানের সঙ্গে সেটি বেড়ে ৯১.১৪! এমনি এমনি তো ইনজামামকে শেবাগ-জুজু পেয়ে বসবে!