এক টি-টোয়েন্টিতে ৪৯৭ রান!
এই তো কয়েক মাস আগেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের এক ম্যাচে হয়েছিল ৪৮৯ রান। এতোদিন টি-টোয়েন্টির এক ম্যাচে ওটাই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। এবার নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে এক ম্যাচে হয়ে গেছে ৪৯৭ রান। টি-টোয়েন্টির এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও হয়ে গেছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে ১ রানে হারিয়েছে ওটাগো।
শুরুতে ব্যাট করে হামিশ রাদারফোর্ডের সেঞ্চুরিতে ২৪৯ রান করেছিল ওটাগো। ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন রাদারফোর্ড, শেষ পর্যন্ত ৫০ বলে ১০৬ রান করে আউট হয়েছেন। বাংলাদেশের সঙ্গে সিরিজের জন্য ছয় বছর পর নিউজিল্যান্ড দলে ডাক পাওয়া নিল ব্রুম অপরাজিত ছিলেন ২৪ ম্যাচে ৫২ রান করে। ওপেনার আনারু কিচেন ৩৩ বলে করেছেন ৫২।
কিন্তু মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে সেই রান প্রায় পেরিয়েই গিয়েছিল সেন্ট্রাল। ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে, শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৬ রান করে আউট হয়েছেন। ম্যাচটা তখনও সেন্ট্রালের মুঠোতেই ছিল, ১১ বলে দরকার ছিল ২১ রান। হাতে উইকেট ছিল আরও সাতটি। সেখান থেকে শেষ ওভারে সমীকরণ দাঁড়াল মাত্র ৮।
কিন্তু দারুণ এক ওভারে সেই আট রানই নিতে দেননি নিল ওয়াগনার। ম্যাচটা শেষ পর্যন্ত দলকে জিতিয়েছেন ১ রানে। কিন্তু তাতেই দুই ইনিংস মিলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে গেছে। দুই দল মিলে মোট ছক্কা মেরেছে ৩৪টি, টি-টোয়েন্টির এক ম্যাচে সবচেয়ে বেশি ছয়।