• " />

     

    ভেঙে যাবে আয়াক্সের ৪৪ বছরের পুরনো রেকর্ড?

    ভেঙে যাবে আয়াক্সের ৪৪ বছরের পুরনো রেকর্ড?    

    ১৯৭২ সাল, ফর্মের তুঙ্গে থাকা ইয়োহান ক্রুইফের আয়াক্স অ্যামস্টারডাম করেছিল এক অনন্য কীর্তি। সেবারের মৌসুমে টানা ২৬ ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিল দলটি। এরপর পেরিয়ে গেছে সুদীর্ঘ ৪৪ বছর, বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলোর কেউই স্পর্শ করতে পারেনি এই রেকর্ডটি। এবার সেই রেকর্ডে ভাগ বসালো ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টস। এই মৌসুমে সব মিলিয়ে টানা ২৬ ম্যাচ জিতে আয়াক্সের পাশে বসেছে তারা, আর একটি ম্যাচ জিতলেই করবে নতুন রেকর্ড।

     

    বক্সিং ডেতে চেফেন ড্রুইডসকে ৪-০ গোলে হারিয়েছে নিউ সেইন্টস। লিগে অন্যদের চেয়ে ২১ পয়েন্ট এগিয়ে থেকে এরই মাঝে টানা ষষ্ঠ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্লাবটি। ক্রেগ হ্যারিসনের দল অনেক আগেই ভেঙ্গেছে লিগের টানা ম্যাচ জয়ের রেকর্ডটিও। গত নভেম্বরে ইউকে ব্রোউটনকে হারিয়ে লিগে টানা ১৬ ম্যাচ জিতেছিল তারা। লিগের পর এবার বিশ্বরেকর্ডে নাম লেখালো ক্লাবটি। গত জুলাইয়ে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচে অ্যাপোএল নিকোসিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল তারা। এরপর আর কোনো ম্যাচেই হারের মুখ দেখতে হয়নি।

     

    ক্রুইফের দল ১৯৭২-৭৩ মৌসুমে ডাচ লিগে জিতেছিল টানা ১৯ ম্যাচ, ইউরোপিয়ান কাপে ৪টি এবং ডাচ কাপে জিতেছিল টানা ৩ টি ম্যাচ। সব মিলিয়ে টানা ২৬ ম্যাচের জয় তাদেরকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়।  ১৯৯৫-৯৬ মৌসুমে নিজেদের রেকর্ড স্পর্শ করার সুযোগ এসেছিল আবারো, তবে সেবার ২৫ ম্যাচে জয় পায় আয়াক্স। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ জিতেছিল টানা ২২ ম্যাচ। ২০১১ সালে ব্রাজিলিয়ান ক্লাব কোরটিবা জিতেছিল টানা ২৪ টি ম্যাচ। স্কটিশ ক্লাব কিলব্রাইড অবশ্য একবার টানা ৩০ ম্যাচ জিতেছিল, তবে তারা পঞ্চম বিভাগের দল হওয়ায় সেটাকে রেকর্ড হিসেবে ধরা হয়নি।


    নিউ সেইন্টসের সামনে এখন নতুন এক রেকর্ড গড়ার হাতছানি। আগামী ৩০ ডিসেম্বর ড্রুইডসের বিপক্ষে ম্যাচে জয় পেলেই ইতিহাসের পাতায় নাম লেখাবে ক্লাবটি।