অবসর ভেঙ্গে ফিরছেন ভেরন
দুই বছর আগে বুটজোড়া তুলে রেখেছিলেন। অবসর জীবনটাও ভালোই উপভোগ করছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তবে এবার অবসর ভেঙ্গে ছেলেবেলার ক্লাব এস্তুদিয়ানতেসের হয়ে আবারো মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
কিন্তু হুট করে ফেরত আসার পেছনে কারণটা কী? আসলে ভেরন এস্তুদিয়ানতেসের ক্লাবের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। কিছুদিন আগে ভক্তদের জানিয়েছিলেন, যদি তারা নতুন স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের ৬৫% কিনে নেয় তাহলে ২০১৭ সালের কোপা লিবারতাদোসের সময় মাঠে নামবেন তিনি।
ভক্তরা তাদের কথা রেখেছেন। ভেরনও তাই নিজের প্রতিজ্ঞা পূরণের সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাবের সাথে ১৮ মাসের চুক্তিতে বলা হয়েছে, সামনের বছরের লিগ এবং কোপা লিবারতাদোসের ম্যাচগুলোতে খেলবেন ভেরন। চুক্তির হিসেবে যত বেতন পাবেন, সবটুকু ক্লাবে দান করার ঘোষণাও দিয়েছেন এই আর্জেন্টাইন।
আগামী বছরের ৮ জানুয়ারি ফ্লোরিডা ক্লাবে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবেন ভেরন।